• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

এক সাইফেই কুপোকাত শ্রীলঙ্কা

  ক্রীড়া ডেস্ক

১২ অক্টোবর ২০১৯, ১৮:২৬
সাইফ হাসান
সাইফ হাসান (ছবি: সংগৃহীত)

তরুণ ক্রিকেটার সাইফ হাসানের অলরাউন্ড নৈপুণ্যে স্বাগতিক শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে সিরিজ জিতে নিল বাংলাদেশ ‘এ’ দল। সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে লঙ্কানদের ডিএল মেথডে ৯৮ রানের বড় ব্যবধানে হারায় সাইফ-মিথুনরা।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশি বোলারদের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিক শ্রীলঙ্কা। ২৪ ওভার ২ বলে ১২৯ রানেই ৬ উইকেট হারায় তারা। এর মাত্র ২ বল পরেই আলোক স্বল্পতায় খেলা বন্ধ হয়ে গেলে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশ ‘এ’ দল ৯৮ রানের জয় পায়। ব্যাট হাতে সেঞ্চুরির পর বল হাতেও সফল সাইফ হাসান। ৬ ওভার বল করে ২৫ রানের বিনিময়ে তিনি শিকার করেন ২ উইকেট।

এর আগে, কলম্বোয় সিরিজের শেষ ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিকরা। ওপেনিংয়ে নেমে দুর্দান্ত খেলা শুরু করেন দুই ওপেনার সাইফ হাসান ও মোহাম্মদ নাঈম। ২২ ওভার ২ বলে এ জুটিতে আসে ১২০ রান। ৬৬ রান করে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট হন নাঈম। তবে তিন নম্বরে নেমে সুবিধা করতে পারেননি নাজমুল হাসান শান্ত। মাত্র ২ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

চতুর্থ উইকেট হিসেবে আউট হওয়ার আগে সাইফ ১১০ বলে ১১৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন সাইফ। ১২ চার ও ৩ ছয়ে এ ইনিংস সাজান তিনি। এছাড়া মোহাম্মদ মিথুন ৩২, নুরুল হাসান সোহান ১৭, এনামুল হক ১৫ রান করলে ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩২২ রান। লঙ্কানদের পক্ষে শিরান ফার্নান্দো ৪টি ও বিশ্ব ফার্নান্দো ৩টি উইকেট শিকার করেন।

তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে হারলেও টানা দুই জয়ে সিরিজ জিতে নিল মিথুন-সাইফরা।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড