• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

যুব এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ-ভারত

  ক্রীড়া ডেস্ক

১২ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৩১
অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপ
অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আগামী শনিবার শিরোপার লড়াইয়ে টাইগার যুবাদের প্রতিপক্ষ ভারত। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টায় মরতুয়ার টাইরন্নে ফার্নান্দো স্টেডিয়ামে আফগানিস্তানে বিপক্ষে সেমিফাইনাল ম্যাচ ছিল বাংলাদেশের। তবে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে ম্যাচটি। এতে পয়েন্ট ব্যবধানে এগিয়ে থাকায় ফাইনালে উঠল বাংলাদেশ।

‘বি’ গ্রুপে সেরা দল হিসেবে শেষ চারে পৌঁছায় আকবর আলীর দল। প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৪২ রানে হারায় বাংলাদেশ। নেপাল ও আরব আমিরাত দুই দলের সঙ্গেই ছয় উইকেটের জয় তুলে নেয় লাল-সবুজরা।

অন্যদিকে ‘এ’ গ্রুপে থাকা পাকিস্তান, আফগানিস্তান ও কুয়েতকে হারিয়ে সেমি নিশ্চিত করেছিল ভারত।কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আরেক সেমি ফাইনালে ভারতের প্রতিপক্ষ ছিল স্বাগতিক শ্রীলঙ্কা। সে ম্যাচটিও বৃষ্টিতে ভেস্তে গেছে। ভারতও বাংলাদেশের মতো পয়েন্ট ব্যবধানে এগিয়ে থেকে ফাইনাল নিশ্চিত করেছে।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড