• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

টাইগারদের নিয়ে চার লক্ষ্য সেট করে ফেলেছেন ডোমিঙ্গো

  ক্রীড়া ডেস্ক

২১ আগস্ট ২০১৯, ১২:৩৪
টাইগারদের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো (ছবি : দৈনিক অধিকার)
টাইগারদের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো (ছবি : দৈনিক অধিকার)

বাংলাদেশ জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পের আজ তৃতীয় দিনে শিষ্যদের সঙ্গে দেখা শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে যোগ দেন নয়া দুই কোচ ডোমিঙ্গো ও ল্যাঙ্গাভেল্ট। যেখানে প্রাণোবন্তই দেখা যায় দুজনকেই। টাইগারদের নিয়ে প্রধান কোচ ডোমিঙ্গোর লক্ষ্যে কী? সম্মেলনের শুরুতেই নিজের প্রাথমিক লক্ষ্যের কথা জানিয়ে দেন হেড মাস্টার।

বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করবেন শার্ল ল্যাঙ্গাভেল্ট ও প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। দুজনই আজ এসেছেন মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট মাঠে। কন্ডিশনিং ক্যাম্পের তৃতীয় দিন সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত চলেছে জাতীয় দলের প্রাথমিক সদস্যদের নিয়ে রানিং অনুশীলন। পুরো সময়টা ক্রিকেটারদের সঙ্গে ছিলেন নতুন দুই কোচ।

সংবাদ সম্মেলনে এসে শুরুতেই নিজের প্রাথমিক লক্ষ্যের কথা জানিয়ে ডোমিঙ্গো বলেন, ‘আমার প্রাথমিক লক্ষ্য হলো প্রথমতো, খেলোয়াড়দের ভালোভাবে দেখা, তাদের সম্পর্কে ধারণা নেওয়া, সবার সঙ্গে ভালো সম্পর্ক তৈরি এবং খেলোয়াড়দের আস্থা অর্জন করা।’

টাইগারদের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ডোমিঙ্গো। এ দেশের ক্রিকেট ভক্তদের ক্রিকেটের প্রতি যে ভালোবাসা তা ভালো করেই জানেন তিনি। কেননা প্রায় ১৫ বছর আগে প্রথমবারের মতো বাংলাদেশে এসেছিলেন ডোমিঙ্গো; দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের কোচ হয়ে। সে সময় খুব কাছ থেকে দেখেছেন এ দেশের মানুষের ক্রিকেট ক্রেজ কতটা;

টাইগারদের হেড মাস্টার বলেন, ‘আমি ২০০৪ সালে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কোচ হয়ে এসেছিলাম। তখনই ধারণা পেয়েছিলাম এ দেশে ক্রিকেটের কদর কত বেশি। এছাড়া গতকালও বিমানবন্দরে নেমে এত এত ক্যামেরার ফ্ল্যাশ, আজ সম্মেলনে প্রায় শতাধিক সাংবাদিক দেখেই বোঝা যায় এখানে ক্রিকেটের আবেদন অনেক বেশি।’

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড