• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

অ্যাশেজ থেকে ক্রিকেটেও নামানো যাবে বদলি খেলোয়াড়

  ক্রীড়া ডেস্ক

১৭ জুলাই ২০১৯, ২১:৪২
আইসিসি
মাথায় আঘাত পাওয়া ক্রিকেটারদের বদলি নামানো নিয়ে ভাবছে আইসিসি (ছবি: সংগৃহীত)

ফুটবলের মত ক্রিকেটেও আসছে বদলি খেলোয়াড় নামানোর নিয়ম। আসন্ন অ্যাশেজ থেকেই নিয়মটি চালু হতে পারে। নতুন এ নিয়ম অনুযায়ী কোন ক্রিকেটার মাথায় আঘাট পেলে তার পরিবর্তে নতুন কাউকে খেলানো যাবে।

বদলি খেলোয়াড় নামানোর নিয়মটা ফুটবলে বেশ পরিচিত। কোচের ট্যাকটিসের কারণে, কেউ ইনজুরিতে পড়লে কিংবা কেউ বাজে খেললে তার পরিবর্তে অন্য খেলোয়াড়কে নামাতে দেখা যায় প্রতি ম্যাচেই। ২০১৪ ফুটবল বিশ্বকাপে বদলি নেমেই গোল দিয়ে জার্মানকে বিশ্বকাপ উপহার দিয়েছিলেন মারিও গোটজে। এবার ফুটবলের মতো ক্রিকেটেও নামানো যাবে বদলি খেলোয়াড় । ১ আগস্ট থেকে অনুষ্ঠিত হতে যাওয়া অ্যাশেজেই এ নিয়ম কার্যকর হওয়ায় সম্ভাবনা প্রবল।

২০১৪ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার টেস্ট ওপেনার ফিলিপ হিউজ শেফিল্ড শিল্ডে ব্যাটিংয়ের সময় মাথায় আঘাত পেয়ে মারা যান। এরপরই মাথায় আঘাত পাওয়া ক্রিকেটারের বদলি নামানোর ব্যাপারটি সামনে আসে। লন্ডনে আইসিসির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এ সভার আলোচ্যসূচিতে রয়েছে মাথায় আঘাত পাওয়া খেলোয়াড়ের বদলি নামানোর বিষয়টি। ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, এ সভায়ই নিয়মটির অনুমোদন দিয়ে তা দ্রুত মাঠে কার্যকর করা হবে। আর তা ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার অ্যাশেজেই কার্যকর হওয়ার সম্ভাবনাই বেশি।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড