• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

সেরি আ

ইংল্যান্ড-স্পেনের পর ইতালিতেও রোনালদোর বাজিমাত

  ক্রীড়া ডেস্ক

১৯ মে ২০১৯, ১৮:০১
ক্রিস্তিয়ানো রোনালদো
ইতালিয়ান সেরি আ’র বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো (ছবি : সংগৃহীত)

ফুটবল ক্যারিয়ারে পর্তুগিজ সুপারস্টার ক্রিস্তিয়ানো রোনালদো দুহাত ভরে সাফল্য পেয়েছেন। জগদ্বিখ্যাত পারফরম্যান্সে ব্যক্তিগত ক্যারিয়ারে অনেক পুরস্কারই অর্জন করেছেন তিনি। এবার তার নামের পাশে যুক্ত হলো আরও একটি পুরস্কার। ইংল্যান্ড ও স্পেনের পর ইতালিয়ান লিগের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি।

সেরি আয় এখনো ২ ম্যাচ বাকি রয়েছে জুভেন্তাসের। রবিবার রাতে (২০ মে) আতালান্তা এবং আগামী রবিবার (২৬ মে) সাম্পদোরিয়ার সঙ্গে ম্যাচ খেলবে জুভেন্তাস। তবে মৌসুম শেষ হবার আগেই সেরি আ’র সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রোনালদো।

আক্রমণভাগকে আরও সমৃদ্ধ করতে ২০১৮/১৯ মৌসুমের শুরুতে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ থেকে রোনালদোকে নিজেদের ডেরায় উঁড়িয়ে আনে জুভেন্তাস। প্রথম মৌসুমেই ক্লাবটির আস্থার প্রতিদান দিয়েছেন সি আর সেভেন। তোরিনোর ওল্ড লেডিদের সেরি আ’র টানা সপ্তম শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার।

এবারের মৌসুমে সেরি আয় ২২টি গোল করেছেন রোনালদো। সতীর্থদের দিয়ে করিয়েছেন ১১টি গোল। যা তাকে মৌসুমের সেরা খেলোয়াড় হওয়ার দৌঁড়ে এগিয়ে রেখেছে।

এই পুরস্কারটি জয়ের পর রোনালদো কৃতজ্ঞতা জানিয়েছেন সদ্যই জুভেন্তাসের বিদায় নেওয়া কোচ মাসসিমিলিয়ানো আলেগ্গিকে। সাবেক গুরুকে উদ্দেশ্য করে রোনালদো বলেন, ‘আপনার সঙ্গে কাজ করাটা আনন্দদায়ক ছিল। সবকিছুর জন্য আপনাকে ধন্যবাদ।’

তিনি যোগ করেন, ‘আমরা কেবল এক মৌসুম একসঙ্গে কাটিয়েছিলাম, কিন্তু আপনি একজন ব্যতিক্রমী কোচ এবং একজন মহান ব্যক্তি।’

উল্লেখ্য, এর আগে ২০০৭/০৮ এবং ২০০৮/০৯ এই টানা দুই মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইপিএলের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন রোনালদো। পরবর্তীতে ২০১৩/১৪ মৌসুমে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে লা লিগার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন তিনি।

এক নজরে দেখে নিন সেরি আ‘র বর্ষসেরা পুরস্কারজয়ীর তালিকা :

সেরা গোলরক্ষক-সামির হ্যানডানোভিচ (ইন্টার মিলান)

সেরা ডিফেন্ডার-কালিদৌ কৌলিবালি (নাপোলি)

সেরা মিডফিল্ডার-সার্গেই মিলিনকোভিচ সাভিচ (লাৎসিও)

সেরা ফরোয়ার্ড-ফ্যাবিও কুয়াগলিয়ারেল্লা (সাম্পদোরিয়া০

সেরা তরুণ খেলোয়াড়-নিকোলো জানিওলো (রোমা)

ওডি/কেএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড