• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

৯ বছরে ৯ নকআউটে ব্যর্থ, নতুন 'চোকার্স' এখন ভারত

  ক্রীড়া ডেস্ক

২০ নভেম্বর ২০২৩, ১৮:১২
চোকার্স' এখন ভারত

শেষ ২০১৩ সালে আইসিসি প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। তারপর ৯ বছরের মধ্যে ভারত ৯ বার কোনও না কোনও আইসিসি প্রতিযোগিতার নক আউটে খেলে হেরেছে ভারত। তাই ‘চোকার্স’ হিসেবে এখন ভারতের দিকেই আঙুল উঠছে! এতদিন দক্ষিণ আফ্রিকাকে এই নামে ডাকলেও ভারতের নতুন পরিচয় এখন চোকার্স নামেই!

২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে শুরু করে ভারত। পরে আরও দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপের নক আউট খেলেছে ভারত। ২০১৬ সালে দেশের মাটিতে সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে ও ২০২২ সালের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে হয়েছে। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে হেরেছিল ভারত।

২০১৫ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ও ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ চারে হেরেছিল ভারত। ২০২৩ সালে দেশের মাটিতে ফাইনালে সেই পরাজিত হয়েও মাঠ ছাড়তে হল রোহিত শর্মাদের।

সাদা বলের মতো লাল বলের ক্ষেত্রেও একই কথা খাটে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার পর থেকে পর পর দু’টি ফাইনাল খেলেছে ভারত। প্রথম বার নিউজিল্যান্ড ও পরের বার অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছে। সব মিলিয়ে ৯ বছরে মোট ৯ বার।

যেকোনো টুর্নামেন্টে ভালো শুরু করেও বার বার ব্যর্থ হচ্ছে ভারত। তাই আফ্রিকার বদলে নতুন 'চোকার্স' হিসেবে ভারতের নামুই বেশি যুক্তিযুক্ত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড