• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

আফগান-বাংলাদেশ ম্যাচে বৃষ্টি বাগড়া, তাসকিনের ২ শিকার

  ক্রীড়া ডেস্ক

১৬ জুলাই ২০২৩, ১৮:৫৮
বাংলাদেশ

৮ম ওভার খেলা চলাকালীন বৃষ্টির কারণে বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজের ২য় ও শেষ ম্যাচের খেলা সাময়িকভাবে বন্ধ আছে। খেলা বন্ধের আগে আফগানদের সংগ্রহ ৩৯ রান। তবে ২ উইকেট হারাতে হয়েছে সফরকারীদের।

তাসকিন মুশকিলে বিধ্বস্ত আফগানিস্তান। আসান খুঁজছে আফগান ব্যাটাররা। ম্যাচের শুরুতেই ব্যক্তিগত ২ ওভারে দুইটি উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে স্বস্তির শুরু এনে দিয়েছেন এই পেসার। মাত্র ১৬ রানেই দুই ওপেনারকে হারাল সফরকারীরা।

এর আগে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।

ব্যাট করতে নেমে আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ইনিংসের প্রথম ওভারের ৪র্থ বলে ছক্কা হাঁকান। তখন দলীয় রান ৯ ঠিক পরের বলে একই শট খেলতে গেলে তাসকিনের জালে ফেঁসে যান তিনি। বল ব্যাটের কানায় লেগে ফ্লাডলাইটের উপরে উঠে যায়। নিজের বলে নিজেই ক্যাচ তুলে নেন তাসকিন। এরপর ৩য় ওভারে ১৬ রানের মাথায় তাসকিনের শিকার হয়ে সাজঘরে ফেরেন হজরতউল্লাহ জাজাই।

সিরিজের প্রথম ম্যাচে ১৫৫ রানের টার্গেট তাড়ায় শেষ বল আগেই ২ উইকেটের রোমাঞ্চ কর জয় পায় বাংলাদেশ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড