• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১  |  
  • বেটা ভার্সন
sonargao

ধুঁকছে আফগান শিবির, পাওয়ার প্লেতে শরীফুলের ৩ ও তাসকিনের ১ আঘাত

  ক্রীড়া ডেস্ক

১১ জুলাই ২০২৩, ১৫:০৭
শরীফুল

সম্মান রক্ষার ম্যাচে বাংলাদেশের দারুণ শুরু। ইনিংসের তৃতীয় ওভারেই আফগান শিবিরে জোড়া আঘাত হেনেছে শরীফুল। উইকেট পেয়েছেন তাসকিনও।

আগের ম্যাচের সেঞ্চুরিয়ান আফগান ওপেনার ইব্রাহিম জাদরানকে ফেরান মুশফিকের ক্যাচ বানিয়ে। দলীয় ৩ রানে এই জুটি ভেঙে শরীফুল তার দ্বিতীয় শিকার করেন রহমত শাহ (০)। ৬ষ্ঠ ওভারে বল করতে এসে ৫ম বলেই নিজের শিকার গত ম্যাচে ১৪৫ করা গুরবাজের উইকেট তুলে নেন তাসকিন। শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ফেলে দিয়েছেন আফগানিস্তানকে। এরপর ৯ম ওভারে এসে শরীফুলের এলবিডব্লিউ এর শিকার হয় মোহাম্মদ নবি। ৯ বলে ১ রান করে আউট হোন তিনি।

১০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২১ রানে ব্যাট করছে আফগানিস্তান। ক্রিজে আছেন নাজিবুল্লাহ জারদান ও দলীয় অধিনায়ক হাসমতুল্লাহ শহিদি।

বাংলাদেশের একাদশ: নাঈম শেখ, লিটন দাস (অধিনায়ক), নাজমুল হাসান শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসাইন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম।

আফগানিস্তানের একাদশ: রাহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জারদান, রহমত শাহ, হাসমতুল্লাহ শহিদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জারদান, মোহাম্মদ নবি, আজমতুল্লাহ ওমরজাঈ, মুজিবুর রহমান, ফজলহক ফারুকী, আব্দুল রহমান, জিয়াউর রেহমান ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড