• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১  |   ২৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

শক্ত উদ্বোধনী জুটিতে বড় রান আফগানদের

  ক্রীড়া ডেস্ক

০৮ জুলাই ২০২৩, ১৮:২৭
আফগান

টস জিতে বাংলাদেশ অধিনায়ক আফগানদের ব্যাটিংয়ে পাঠায়। কিন্তু দুই আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের সেঞ্চুরি আটকাতে পারেনি বাংলাদেশ। রেকর্ড ২৫৬ রানের জুটি গড়েছেন তারা। আফগানিস্তান ৯ উইকেটে ওয়ানডের তৃতীয় সর্বোচ্চ ৩৩১ রান তুলেছে।

প্রথম ওয়ানডের পর তামিম হঠাৎ অবসর নিয়ে একদিন পর প্রধানমন্ত্রীর নির্দেশে ফিরলেও আপাতত দলের বাইরে আছেন। তার বদলে নাঈম শেখকে একাদশে নেওয়া হয়েছে। কিন্তু বোলিং আক্রমণে গিয়ে সুবিধা করতে পারেনি টাইগার বোলাররা। সুযোগ পেয়ে দুর্দান্ত জুটি গড়ে আফগানিস্তান।

একপ্রান্তে উইকেট ধরে রেখেছিলেন ইব্রাহিম জাদরান। অন্য প্রান্তে ব্যাট তুলে খেলতে থাকেন রহমানুল্লাহ গুরবাজ। তারা প্রথমে দেশের সর্বোচ্চ ১৩৫ রানের ওপেনিং জুটির রেকর্ড ভাঙেন। এরপর ভাঙেন দেশের পক্ষে সর্বোচ্চ ২১৮ রানের জুটির রেকর্ড। এর মধ্যে গুরবাজ সেঞ্চুরি তুলে নেন। ফেরেন ১২৫ বলে ১৪৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে। মাত্র ২০ ওয়ানডে খেলে চতুর্থ সেঞ্চুরির এই ইনিংস তিনি সাজান ১৩টি চার ও আটটি ছক্কার শটে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড