• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১  |   ২৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রথম ২০ ওভারে অতিরিক্ত খাতে আফগান স্কোরবোর্ডে ২২ রান

  ক্রীড়া ডেস্ক

০৮ জুলাই ২০২৩, ১৫:৪৭
আফগান

ব্যাট হাতে আক্রমণাত্মক দুই আফগান ওপেনার। এর আগে টস জিতে বাংলাদেশ দলের আজকের ম্যাচের অধিনায়ক লিটন কুমার দাস তাদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। শুরু থেকে মারকুটে ব্যাট করছেন তারা।

বাংলাদেশি কোনো বোলারকেই সহীহ করছে না দুই ওপেনার। যদিও সুযোগ পেয়েছিল বাংলাদেশ, কাজে লাগাতে পারেনি। জাদরানের ক্যাচ মিস করেছে বাংলাদেশের ফিল্ডাররা।

প্রথম ২০ ওভারে বিনা উইকেটে ৬.৬০ গড়ে ১৩২ রান করে আফগানিস্তান। গুরবাজ ৭৭ এবং ইব্রাহীম অপরাজিত আছেন ৩২ রানে। প্রথম ২০ ওভারে বাংলাদেশি বোলাররা ২২ রান অতিরিক্ত রান হিসেবে খরচ করেছে। এর মধ্যে ১১ ওয়াইড, নো-বল ৩ টি ও ঢিলে ফিল্ডিংয়ের কারণে রান এসেছে আরও ৮ রান যোগ হয়েছে আফগান স্কোরবোর্ডে।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, নাজিবুল্লা জাদরান, মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই ও সেলিম সাফি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড