• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডিএলএস মেথডে ১৭ রানে আফগানদের জয়

  ক্রীড়া ডেস্ক

০৫ জুলাই ২০২৩, ২২:৪৫
বাংলাদেশ

দুই ইনিংসে বৃষ্টি বাগড়া দিয়েছে তিন বার। আর এতেই বৃষ্টি আইনে (ডিএলএস মেথড) ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ১৭ রানে হেরেছে বাংলাদেশ। বৃষ্টির পর ৭.২ ওভারে ২৮ রানের লক্ষ্য দেওয়া হলেও ভেজা মাঠের কারণে খেলা সম্ভব না হওয়ায় ফল আফগানদের পক্ষে গেছে।

আফগানিস্তান বাংলাদেশের দেওয়া টার্গেট মোকাবিলা করতে গিয়ে ২১.৪ ওভারে ৮৩ রান তোলে। তবে উইকেট হারায় দুটি। বাংলাদেশের হয়ে সাকিব একটি এবং তাসকিন একটি করে উইকেট শিকার করে।

এর আগে ক্রিকেট রেকর্ডে বাংলাদেশ চতুর্থবারের মতো ওয়ানডেতে ১৬৯ রানে ইনিংস শেষ করে। ২০০৩ সালে পাকিস্তানের বিরুদ্ধে ৪২.১ ওভারে, ২০০৭ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৪১.২ ওভারে এবং সর্বশেষ ২০১৭ সালে সাউথ আফ্রিকার বিরুদ্ধে ৪০.৪ ওভারে এই স্কোর করে বাংলাদেশ।

বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে বৃষ্টি বাগড়া দিয়েছে। দুই দফা বৃষ্টির কারণে ম্যাচের ৭ ওভার করে কমে যায়। ম্যাচ নেমে আসে ৪৩ ওভারে। ৬.৫০ মিনিটে ফের খেলা শুরু হয়।

এর আগে আফগানিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাটে নেমে ১৫০ এর আগেই ৭ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। টপ অর্ডারের ব্যর্থতার পর মিডলের সাকিব, মুশফিক ও আফিফও দলের চাপ বাড়িয়ে সাজঘরে ফিরেছেন।

বাংলাদেশ ৪৩ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৯ রান করে। একমাত্র হাফ সেঞ্চুরিয়ান ব্যাটার তাওহীদ হৃদয় ৫১ রানে আউট হন। তামিম ইকবাল প্রথম ১৩ রান করে আউট হন। মুজিবের বলে ফেরার আগে ৩৫ বলে ২৬ রান করেন ওপেনার লিটন দাস। ছন্দে থাকা শান্ত ১২ রান করে নবীর স্পিনে কাটা পড়েন। এরপর ১৫ রান করা সাকিবকে ফিরিয়েছেন আজমতুল্লাহ। মুশফিক ১ রান করে রশিদ খানের বলে বোল্ড হয়েছেন।

এই ম্যাচে দীর্ঘদিন পর একাদশে ফিরেছেন আফিফ হোসেন। বাদ পড়েছেন এবাদত হোসেন। ইনজুরি কাটিয়ে একাদশে ফিরেছেন সাকিব আল হাসান।

অন্যদিকে পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নেমেছে সফরকারীরা। দলে স্পিনার রশিদ খান, মোহাম্মদ নবী ও মুজিব উর এর সাথে নতুন অভিষেক হয়েছে মোহাম্মদ সালিমের।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড