• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

আফগানদের কাছে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

  ক্রীড়া ডেস্ক

০৫ জুলাই ২০২৩, ১৩:৫৮
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড ব্যবধানে টেস্ট জয়ের পর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট করতে নামছে টাইগাররা। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দুই দল। সবুজ উইকেটে টসে জিতে ফিল্ডিং নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি।

আসন্ন ভারত বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলবেন টাইগাররা! এই সিরিজের তিন ম্যাচসহ এশিয়া কাপ মিলিয়ে বিশ্বকাপের আগে অন্তত চারবার আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

তাই মূল লড়াইয়ের আগে নিজেদের শুধরে নিজেদের অবস্থান পরিষ্কার করার সেরা সুযোগ এ ম্যাচগুলো। এছাড়াও আফগানদের ৩-০-এ হারাতে পারলে র‍্যাকিংয়ে প্রথমবারের মতো পাঁচে উঠে আসার হাতছানি আছে টাইগারদের সামনে।

সাম্প্রতিক সময়ে বেশ ভালো ছন্দে আছে আফগানিস্তানও। ২০২১ সালের শুরু থেকে এখন পর্যন্ত ১৮টি ওয়ানডে খেলে ১২ ম্যাচেই জয় পেয়েছে তারা। রশিদরা হেরেছে মাত্র ৫টি ম্যাচে।

শেষ সাত ওয়ানডে ম্যাচে বাংলাদেশকে হারাতে পারেনি কেউ। তারই ধারাবাহিকতা বজায় রাখতে চাইবে তামিমরা।

বাংলাদেশের স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসাইন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসাইন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

আফগানিস্তানের স্কোয়াড: রাহমানুল্লাহ গুরবাজ, ইবরাহিম জারদান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), মোহাম্মদ নবি, নাজিবুল্লাহ জারদান, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকী, আজমতুল্ললাহ ওমরজাই ও মোহাম্মদ সালিম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড