• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাড়ে ৬ শতাধিক রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেই তালগোল হারালো আফগানরা

  ক্রীড়া ডেস্ক

১৬ জুন ২০২৩, ১৭:৪৬
বাংলাদেশ

আফগানিস্তানকে ৬৬২ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। এত বড় লক্ষ্য তাড়া করতে নেমে ২ উইকেট হারিয়ে ৪৫ রান সংগ্রহ করে তৃতীয় দিনের খেলা শেষ করেছে আফগানিস্তান। এখনও জয় থেকে ৬১৭ রান দূরে হাসমতউল্লারা। অন্যদিকে বাংলাদেশের প্রয়োজন ৮ উইকেট।

রানের চাপে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় আফগানিস্তান। শরিফুল ইসলামের বলে এলবিডব্লিউ হন ইব্রাহিম জাদরান। পরের ওভারে তাসকিনের সাফল্য। পঞ্চম বলে ওপেনার আব্দুল মালিক ধরা পড়েন লিটন দাসের গ্লাভসে। ৭ রানে আফগানদের দুই ওপেনার আউট হয়।

অধিনায়ক হাশমাতউল্লাহ শাহিদি তাসকিনের বাউন্সার বুঝতে না পারলে বল তার হেলমেটে লাগে। মাঠ ছাড়েন আফগান অধিনায়ক।

পরপর দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন নাজমুল হাসান শান্ত। সেঞ্চুরির পেয়েছেন মুমিনুল হকও। জাকির হাসান ও লিটনের ফিফটিতে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৪২৫ রান তুলে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। লিড নিয়েছে ৬৬২ রানের।

তৃতীয় দিন ব্যাট করতে নামা নাজমুল শান্ত ১৫১ বলে ১২৪ রানে আউট হন। ১৫টি চার মেরেছেন তিনি। এর আগে জাকির হাসান ৭১ রান করেছেন। পরে মুমিনুল হক সেঞ্চুরি তুলে নিয়ে ১২১ রানে অপরাজিত থাকেন। লিটন দাসের ব্যাট থেকে আসে হার না মানা ৬৬ রানের ইনিংস।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড