• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

সকালের চাপ সামলাতে ব্যর্থ বাংলাদেশ

আফগান বোলারদের তাণ্ডবে চারশ ছোঁয়া হলো না টাইগারদের

ম্যাচের আধিপত্য থাকবে-তো?

  ক্রীড়া প্রতিবেদক

১৫ জুন ২০২৩, ১০:৫৫
আফগান বোলারদের তাণ্ডবে চারশ ছোঁয়া হলো না টাইগারদের
টাইগার ও আফগান ক্রিকেটাররা (ছবি : ইএসপিএন ক্রিক ইনফো)

চলমান মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে প্রথমে মেহেদী হাসান মিরাজ, এরপর মুশফিকুর রহিমকে প্যাভিলিয়নে ফেরাল সফরকারী আফগান বোলাররা। এতে দুজনই হাফ সেঞ্চুরি থেকে কয়েকটি রান দূরে থাকতে আউট হন। এমনকি ফিরে গেছেন তাইজুল ইসলামও। তিন রানের মধ্যে তিনটি উইকেট হারাল বাংলাদেশ।

দ্বিতীয় দিনে মাত্র ১৯ বল টিকে ছিল এই জুটি। দিনের চতুর্থ ওভারের দ্বিতীয় বলে ইয়ামিন আহমাদজাইয়ের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে আমির হামজাকে নিচু ক্যাচ দেন মিরাজ। ৮০ বলে ৮ চারে ৪৮ রান করেন তিনি।

পরের ওভারে নিজাত মাসুদ থামান মুশফিককে। ৭৬ বলে চার চারে ৪৭ রান করে স্লিপে নাসির জামালের ক্যাচ হন তিনি। নিজাতের পরের বলে রান নিতে পারেননি নতুন ব্যাটার তাইজুল ইসলাম। ঠিক এরপরই আউট তিনি। শর্ট লেগে আব্দুল মালিক দুর্দান্ত ক্যাচ ধরেন। ৩৭৩ থেকে ৩৭৫ রানের মধ্যে নেই তিন ব্যাটার।

ঢাকা টেস্টে নাজমুল হোসেন শান্তর ব্যাটিংয়ে প্রথম দিন বাংলাদেশের হাতের মুঠোয় ছিল। শেষ সেশনে তিন উইকেট নিয়ে আফগানিস্তান ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল। তবে দুই অভিজ্ঞ ব্যাটার মেহেদী হাসান মিরাজ ও মুশফিকুর রহিম ক্রিজে থাকায় দ্বিতীয় দিনও বাংলাদেশ আধিপত্য দেখাবে, এমনটাই ছিল প্রত্যাশা।

প্রথম দিন ৬ রানে ওপেনিং জুটি ভাঙার পর মাহমুদুল হাসান জয় ও শান্তর ২১২ রানের জুটিতে প্রায় দুই সেশন আফগানিস্তানকে চাপে রেখেছিল বাংলাদেশ। জয় ৭৬ রানে আউট হন দ্বিতীয় সেশনে। শান্ত দিন শেষ করতে আসতে পারেননি। ১৪৬ রানে থামেন।

মুশফিক ও মিরাজ হাফ সেঞ্চুরির হাতছানি নিয়ে আজ বৃহস্পতিবারের (১৫ জুন) দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিলেন। তবে ৪৮ রানে মিরাজ ও ৪৭ রানে খেলে প্যাভিলিয়নের পথ ধরেন মুশফিক। বাংলাদেশের রান তখন ৫ উইকেটে ৩৬২। শেষ পর্যন্ত মাত্র ৩৮২ রানে গুঁটিয়ে যায় টাইগারদের প্রথম ইনিংস।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সংক্ষিপ্ত স্কোর :

৮৬ ওভারে ৩৮২/১০ (এবাদত ০*; শরিফুল ৬, তাসকিন ২, তাইজুল ০, মুশফিক ৪৭, মিরাজ ৪৮, লিটন ৯, শান্ত ১৪৬, মুমিনুল ১৫, জয় ৭৬, জাকির ১)।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড