ক্রীড়া ডেস্ক
ইন্দোনেশিয়ার জাকার্তায় এএইচএফ কাপে ইরানকে বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। হ্যাটট্রিক তুলে নিয়ে দলের গোল উৎসবে সামিল হয়েছেন আশরাফুল ইসলাম। এই জয়ে আসরের সেমিফাইনালে পৌঁছে গেছে লাল-সবুজের দল।
আজ মঙ্গলবার (১৫ মার্চ) জাকার্তায় ইরানকে ৬-২ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে নাম লিখেছে বাংলাদেশ।
এটি বাংলাদেশের টানা তৃতীয় জয়। প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ৭-২ গোলে এবং দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরকে ৭-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে পা দিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।
এ ম্যাচে শুরুতেই গোল খেয়ে বসেছিল বাংলাদেশ। চতুর্থ মিনিটে খেলার ধারার বিপরীতে ফিল্ড গোলে লিড নেয় ইরান। এরপর বাংলাদেশ পর পর ৫ গোল করে লিড নেয় ৫-১ ব্যবধানে। ইরান দ্বিতীয় গোল করে ব্যবধান কমিয়ে ৫-২ করলেও সেটা বাড়িয়ে ৬-২ করে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে খোরশেদুর রহমান, মাহবুব হোসেন ও রোমান সরকাররা।
আশরাফুলের হ্যাটট্রিক ছাড়াও বাকি গোলগুলো এসেছে খোরশেদুর, মাহবুব ও রোমানের কাছ থেকে।
বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে ওমানের বিপক্ষে ১৭ মার্চ। ওই ম্যাচের ফলের ওপর নির্ভর করবে গ্রুপসেরা হয়ে সেমিফাইনাল খেলবে কোন দল।
ওডি/কেএ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড