ক্রীড়া প্রতিবেদক
একদিন আগেই টি-টুয়েন্টি থেকে ছয় মাসের ছুটি নিয়েছেন। সেই সঙ্গে আর না ফেরার আশাবাদও ব্যক্ত করেছেন। এরপরই ব্যাট হাতে আগুন ঝরালেন তামিম ইকবাল।
বিপিএলের চলতি আসরেই মিনিস্টার ঢাকার প্রথম দুই ম্যাচে হাফসেঞ্চুরি হাকিয়েছেন তামিম। তবে স্ট্রাইকরেট নিয়ে সমালোচনা ছিল। এবার তামিম খেললেন তিন অংকের বিস্ফোরক ইনিংস। মাত্র ২৮ বলে টি-টুয়েন্টি ক্যারিয়ারের ৪৩ নম্বর হাফসেঞ্চুরি। এরপরই তুলে নিলেন টি-টুয়েন্টি ক্যারিয়ারে চতুর্থ সেঞ্চুরি। তামিমে এমন বিস্ফোরক ইনিংসের পর আফসোসেই পুড়বেন বিসিবি কর্তরা।
সিলেট সানরাইজার্সের বিপক্ষে তিন অংকে পৌঁছতে ৬১ বল দরকার হয় তামিমের। ইনিংসজুড়ে হাঁকান ১৬ চার এবং ৩টি ছক্কা। প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৪৫ বলে ৫২ রান করেন তামিম। পরের ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে করেন ৪২ বলে ৫০।
নিজে রান পেলেও দুটি ম্যাচেই হার নিয়ে মাঠ ছাড়ে মিনিস্টার ঢাকা। তৃতীয় ম্যাচে বরিশালের বিপক্ষে প্রথম জয় পায় ঢাকা। সেই ম্যাচে 'ডাক' মারেন তামিম।
তবে সিলেটের বিপক্ষে তামিমের বিস্ফোরক ব্যাটিংয়েই টুর্নামেন্টে দ্বিতীয় জয়ের বন্দরে পৌঁছে যায় মিনিস্টার ঢাকা। ৬৪ বলে ১১১ রানের ইনিংসে চার মেরেছেন ১৭টি। ছক্কা মেরেছেন ৪টি। ১৮ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় পয়েন্ট টেবিলের তলানিতে থাকা মিনিস্টার ঢাকা।
ওডি/কেএ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড