ক্রীড়া প্রতিবেদক
ঢাকায় প্রথম পর্ব শেষে আগামীকাল শুক্রবার (২৮ জানুয়ারি) থেকে চট্টগ্রামে মাঠে গড়াবে বিপিএল। বরাবরই ব্যাটিং-বান্ধব উইকেট হিসেবে সুনাম আছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি ক্রিকেট স্টেডিয়ামের। উইকেট ও কন্ডিশন ঢাকার চেয়ে ভিন্ন হলেও পরিকল্পনায় বড় কোনো পরিবর্তন আনবে না চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
মিরপুর হোম অব ক্রিকেটে দিনের আলোয় উইকেট নিয়ে খেলোয়াড়দের বেশ অভিযোগ ছিল। দিনে-রাতে উইকেটের তারতম্যে তাই টস জয়ের সঙ্গে অনেকটা জয়-পরাজয়ের ভাগ্য জড়িয়ে থাকত। তবে চট্টগ্রামে ভিন্ন কন্ডিশন দেখা যাবে বলেই সবার আশা। ব্যাটিং সুলভ উইকেটের আশা নিয়েই প্রস্তুতি নিচ্ছেন চট্টগ্রামের ক্রিকেটাররা। ভালো উইকেটে খেলাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেন চট্টগ্রামের অধিনায়ক মিরাজ।
মিরাজের বলেন, ‘ঢাকার চেয়ে চট্টগ্রামের কন্ডিশন আলাদা; পরিবেশ ভিন্ন, উইকেট ভিন্ন। সবাই যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবে, দলের জন্য ভালো হবে। উইকেট অবশ্যই ভালো। প্রত্যেকটা ব্যাটার, বোলারের জন্যই চ্যালেঞ্জ নিয়ে খেলাটা গুরুত্বপূর্ণ।’
মাঠের উইকেট প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘যত ভালো উইকেটে খেলবে, ব্যাটাররা রান করে আত্মবিশ্বাস পাবে এবং বোলাররা অনেক কিছু শিখতে পারবে। ভালো উইকেটে খেলাটা বেশি গুরুত্বপূর্ণ। এখানে ভালো উইকেট, সবাই সেভাবেই মানসিক প্রস্তুতি নিবে কীভাবে রান করা যায়, কীভাবে উইকেট নেওয়া যায়।’
চট্টগ্রামের ঘরের মাঠে খেলা তাই চ্যালেঞ্জার্সের কাছে বাড়তি চাওয়া থাকবে দর্শকদের। মাঠে দর্শক না থাকলেও দর্শকদের প্রত্যাশার কথা ঠিকই জানে দলগুলো। তবে সেইজন্য মিরাজদের ওপরে নেই বাড়তি চাপ। তাদের টিম ম্যানেজমেন্ট থেকেও নির্দেশনা আছে, চাপ নিয়ে আগেই হার-জিত নিয়ে না ভেবে ভালো ক্রিকেট খেলতে। অধিনায়ক মিরাজও দলকে গুছিয়েছেন সেভাবেই।
তিনি বলেন, ‘আমরা প্রথম থেকে যেভাবে পরিকল্পনা করেছি, সেভাবেই খেলব। বেশি কিছু চিন্তা করলে দলের জন্যও চাপ এবং অধিনায়ক হিসেবে আমার জন্যও চাপ হবে। আমরা যেভাবে এগোচ্ছি, সেভাবেই চেষ্টা করব। ঘরের মাঠে অবশ্যই সমর্থকদের চাহিদা থাকবে। তবে এটা আমাদের জন্য চাপ না, সেটা আরও দলের জন্য অনুপ্রেরণা। আমাদের ওপর অতিরিক্ত কোনো চাপ নেই।’
‘উইকেট ও কন্ডিশন বিবেচনা করে কিছু ভিন্ন পরিকল্পনা করা হবে। তবে এমন কিছু হবে না যে রাতারাতি অনেক ভালো ফলাফল করে ফেলব। ১৯০ থেকে ২০০ রান করতে হলে কিন্তু প্রথম ওভার থেকেই সেভাবে খেলতে হয় যে প্রথমে পাওয়ারপ্লে, তারপর মাঝের ওভারগুলো। কিন্তু একেবারেই ২০০ রান করব ভাবলে তো সম্ভব হয় না।’
ওডি/কেএ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড