ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্ব শেষে এবার শুরুর অপেক্ষা চট্টগ্রাম পর্বের। চট্টগ্রামে উড়াল দেওয়ার আগে করোনা ভাইরাস পরীক্ষা করাচ্ছে বিপিএলের সংশ্লিষ্টরা। সেই পরীক্ষায় করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ম্যাচ রেফারি রকিবুল হাসান এবং আম্পায়ার গাজী সোহেল।
গতকাল মঙ্গলবার (২৫ জানুয়ারি) করোনা পরীক্ষার জন্য নমুন জমা দিয়েছিলেন রকিবুল। সেই নমুনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে।
এ প্রসঙ্গে রকিবুল বলেন, ‘চট্টগ্রাম পর্বে যাওয়ার আগে বিসিবি থেকে মঙ্গলবার আমাদের করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা নিয়েছিল। রাতে রেজাল্ট এসেছে পজিটিভ। আমার আর আম্পায়ার গাজী সোহলের ফল পজিটিভ এসেছে। ব্যাগ প্যাক করা থাকলেও যেতে পারছি না। মাত্র ডাক্তারের সঙ্গে কথা বললাম।’
পজিটিভ হলেও শারীরিকভাবে সুস্থ আছেন রকিবুল। তিনি বলেন , ‘আল্লাহর রহমতে ভালো আছে। মাথা একটু ভারি হয়ে আছে। এছাড়া কোনো সমস্যা নেই আর। আমার জন্য দোয়া করবেন।’
গত ২১ জানুয়ারি থেকে শুরু হয়েছে এবারের বিপিএল। এখন পর্যন্ত ৪ দিনে মাঠে গড়িয়েছে ৮টি ম্যাচ। তবে ঢাকা পর্বে হওয়া এই ৮ ম্যাচের একটিও দায়িত্বপালন করেননি ম্যাচ রেফারি রকিবুল এবং গাজী সোহেল। চট্টগ্রাম পর্বে তাদের ম্যাচ পরিচালনার কথা ছিল। তবে করোনার কারণে হয়তো তা হয়ে উঠছে না।
ওডি/কেএ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড