ক্রীড়া প্রতিবেদক
যুব বিশ্বকাপ আর ঘরোয়া ক্রিকেট মাতানোর পর আন্তর্জাতিক ক্রিকেটেও পা রেখেছেন মাহমুদুল হাসান জয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) অভিষেক হয়েছে তরুণ এই ব্যাটারের। আর বিপিএল অভিষেকেও যথারীতি ছড়ালেন আলো।
গতকাল মঙ্গলবার (২৫ জানুয়ারি) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে নিজের প্রথম বিপিএল ম্যাচ খেলতে নামেন জয়। ওপেনিংয়ে নেমে ব্যাট করেছেন ১৬তম ওভারের দ্বিতীয় বল পর্যন্ত। ৩৫ বল মোকাবিলা করে রান করেছেন ৪৮। যার মধ্যে হাঁকিয়েছেন আটটি চার ও একটি ছক্কা। জয়ের মতই শান্তশিষ্ট কিন্তু কার্যকরী ব্যাটিং দেখার পর তার প্রশংসায় পঞ্চমুখ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পরামর্শক স্টিভ রোডস। ভবিষ্যতের উজ্জ্বল এক তারকা হতে যাচ্ছেন জয়, এমনটাই আশা প্রকাশ করেন এই ইংলিশ ম্যান।
রোডস বলেন, ‘বিপিএল অভিষেকেই জয় অনেক ভালো খেলেছে। সে খুব শান্ত স্বভাবের ছেলে। সবসময় সবকিছু খুব স্বাভাবিক রাখে। কখনও ঘাবড়ে যেতে দেখিনি। আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র পা রেখেছে, এখন বিপিএলেও পা রাখল। সে ভবিষ্যতের উজ্জ্বল একজন তারকা।’
ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচে জয়ের ইনিংসে একটিবারও তাড়াহুড়ো দেখা যায়নি। তিন ব্যাটার সাজঘরে ফিরলে ঠাণ্ডা মাথায় সেই পরিস্থিতিও সামলেছেন তিনি। আবার সাবধানী ব্যাটিং করতে গিয়ে যেন রান কমে না যায়, সেদিকেও লক্ষ্য রেখেছেন। দুই রানের জন্য অর্ধশতক না হাঁকালেও জয়ের ব্যাটিংয়ে মুগ্ধ রোডস।
বাংলাদেশের সাবেক এই কোচ বলেন, ‘বড় শট না হাঁকিয়েও সে রানের গতি বাড়াতে পারে। নিউজিল্যান্ডে ঐতিহাসিক জয়ে অবদান রেখেছিল তাও শক্তিশালী একটি বোলিং আক্রমণের বিপক্ষে। আজ সে অনেককে অবাক করেছে। তরুণরা আসবে, ভালো করবে, এটাই সে আজ করেছে।’
ওডি/কেএ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড