ক্রীড়া ডেস্ক
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি যেন খেলতে নামলেই রেকর্ড ভাঙা-গড়ায় মাতেন। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টেস্টে আরেকটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে তিনি। এ ম্যাচে সেঞ্চুরি করতে পারলেই অধিনায়ক হিসেবে সর্বাধিক শতকের রেকর্ড করবেন সময়ের সেরা এ ব্যাটসম্যান, ছাড়িয়ে যাবেন রিকি পন্টিংকে।
অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে ৪১টি সেঞ্চুরি করে অনেক আগেই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন পন্টিং। বিরাট কোহলি বেশ অনেকদিন যাবত ৪১টি শতক নিয়ে তার পাশে থমকে আছেন। ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে গোলাপি বলের টেস্টে ১৩৬ রান করেছিলেন কোহলি। তারপর আর সেঞ্চুরির দেখা পাননি তিনি।
পন্টিং সব ফরম্যাট মিলিয়ে দেশের হয়ে ৩২৪টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন। রান করেছেন ১৫৪৪০। সেই তুলনায় কোহলি মাত্র ১৮৮ ম্যাচেই ৪১টি শতক করে ফেলেছেন। এছাড়া অধিনায়ক হিসেবে সব ফরম্যাট মিলিয়ে তার রান ১১৮১১।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্ট জিতে সাবেক অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে পেছনে ফেলেছেন কোহলি। ঘরের মাঠে সর্বাধিক ২২টি টেস্ট জিতেছেন তিনি। এবার শেষ টেস্টে ইংরেজদের হারানোর পাশাপাশি সাবেক অজি অধিনায়ককে টপকে যাওয়ার পালা।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড