ক্রীড়া ডেস্ক
গ্লেন ম্যাক্সওয়েলকে সারা ক্রিকেটবিশ্ব বিধ্বংসী অলরাউন্ডার হিসেবেই চেনে। রঙ্গিন পোশাকের ক্রিকেটে তার বিকল্প চিন্তা করা কঠিন। তবে এই অজি সুপারস্টারও টেস্ট ক্রিকেটকে মিস করেন। যদিও ক্যারিয়ারের এই পর্যায়ে এসে তিনি আর সাদা পোশাকে খেলার সম্ভাবনা দেখছেন না। তাই আগামী ৩টি বিশ্বকাপই এখন তার লক্ষ্য।
২০১৩ সালে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল ম্যাক্সওয়েলের। এখনও পর্যন্ত খেলেছেন মাত্র ৭টি টেস্ট। একটি সেঞ্চুরিসহ করেছেন ৩৩৯ রান। উইকেট নিয়েছেন ৮টি। ম্যাক্সওয়েল শেষ টেস্ট খেলছেন ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে। অস্ট্রেলিয়ার অল-রাউন্ডার বলেন, 'সত্যি বলতে, নিজেকে এখন আর টেস্ট দলের ধারে কাছেও দেখছি না।'
এ কারণেই এখন সাদা বলের ক্রিকেটে মনোযোগ দিতে চাইছেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার হয়ে ১১৬টি ওয়ানডে ম্যাচ খেলা ম্যাক্সওয়েল বলেন, 'তাদের (নির্বাচক) নিজস্ব পরিকল্পনা আছে। এমন কিছু ক্রিকেটার আছে, যারা প্রথম শ্রেণির ক্রিকেটে দুর্দান্ত খেলেছে। ক্যামরন গ্রিনের তারকা হয়ে ওঠার সম্ভাবনা আছে। পুকোভস্কি, ট্রাভিস হেডদের টেস্টে গড় ৪০।'
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড