• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

অবশেষে সুখবর পেলেন সালাহ

  ক্রীড়া ডেস্ক

২৩ নভেম্বর ২০২০, ১৫:১২
সালাহ
মোহাম্মদ সালাহ (ছবি : সংগৃহীত)

সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ। দ্বিতীয় পরীক্ষায়ও পজিটিভ হয়েছিলেন তিনি। অবশেষে সুখবর পেলেন মিশরের এ তারকা। করোনা নেগেটিভ হয়েছেন তিনি।

লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ জানিয়েছেন, সোমবার থেকে অনুশীলনও শুরু করতে পারবেন মিশরীয় এই তারকা।

আন্তর্জাতিক বিরতিতে মিশরের হয়ে খেলতে গিয়েই করোনা আক্রান্ত হয়েছিলেন সালাহ। ফলে খেলতে পারেননি জাতীয় দলের হয়ে। রবিবার লিস্টারের বিপক্ষে রেডদের ৩-০ গোলে জেতা ম্যাচটাতেও থাকা হয়নি তার। কিন্তু ক্লপ বলেছেন, এখন চ্যাম্পিয়নস লিগ দিয়ে ফিরতে যাচ্ছেন তিনি। আতালান্তার বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে বুধবার।

সেই লক্ষ্যে সোমবার উয়েফার অধীনে করোনা পরীক্ষাও দেবেন দলের বাকিদের সঙ্গে। ক্লপ বলেছেন, ‘আমি এটাই শুনেছি, ও নেগেটিভ হয়েছে। সোমবার উয়েফার অধীনে করোনা পরীক্ষা হবে। সেখানেও সে অংশ নেবে। আর অনুশীলনও করতে পারবে।’

সালাহর ফেরার সংবাদ স্বস্তি ফেরাবে নিঃসন্দেহে। কারণ রবিবার ইনজুরি তালিকায় নতুন করে যোগ দিয়েছেন নাবি কেইতা। লিস্টারের বিপক্ষে মাত্র ৫৩ মিনিট খেলতে পেরেছিলেন। পরে হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে মাঠের বাইরে চলে যান এই মিডফিল্ডার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড