• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১  |   ২৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

আইপিএল থেকে ছিটকে গেলেন মার্শ, বদলি হোল্ডার

  ক্রীড়া ডেস্ক

২৩ সেপ্টেম্বর ২০২০, ১৭:৫৪
মিশেল মার্শ
ইনজুরিতে আক্রান্ত মিশেল মার্শ (ছবি : সংগৃহীত)

হার দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৩তম আসর শুরু করেছে ডেভিড ওয়ার্নারের সানরাইজেস হায়দরাবাদ। হারের সঙ্গে আরেক দুঃসংবাদ পেলেন ওয়ার্নার। তারই স্বদেশি মিচেল মার্শ ইনজুরি আক্রান্ত হয়ে ছিটকে গেছেন। তার বদলি হিসেবে ক্যারিবিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডারকে দলে নিয়েছে হায়দরাবাদ।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে সোমবারের (২১ সেপ্টেম্বর) ম্যাচে চোট পান শন মার্শ। আর সে চোটেই অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে বেশ কয়েকদিন মাঠের বাইরে থাকতে হবে। তাই চলতি আইপিএলের বাকি অংশে আর মাঠে নামা হবে না তার।

মার্শের বদলি হিসেবে একজন পেস বোলার অলরাউন্ডারকেই দলে ভিড়িয়েছে ডেভিড ওয়ার্নারের দল। ক্যারিবীয় টেস্ট অধিনায়ক হোল্ডার মার্শের বদলি হিসেবে হায়দরাবাদের জার্সিতে আইপিএলের বাকি অংশে মাঠ মাতাবেন। দলটির হয়ে এর আগেও খেলেছেন হোল্ডার। এছাড়া চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের হয়েও আইপিএল খেলেছেন হোল্ডার।

হায়দরাবাদ এখন পর্যন্ত আসরে একটি ম্যাচ খেলেছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে ম্যাচটিতে অসহায় আত্মসমর্পণ করে দলটি। ব্যাঙ্গালুরুর ইনিংসের পঞ্চম ওভারে মার্শের হাতে বল তুলে দেন স্বদেশী অধিনায়ক ওয়ার্নার। তবে চার বল করার পরই মার্শ চোটের শিকার হন। পঞ্চম বল করার সময় গোড়ালিতে টান লাগে তার, সাথে সাথেই মাঠে বসে পড়েন। শেষপর্যন্ত মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন ২৮ বছর বয়সী তারকা ক্রিকেটার।

মার্শের চোট যে গুরুতর হতে পারে, তা বোঝা গিয়েছিল বল করতে এসে মাটিতে পড়ে যাওয়ার ধরন দেখেই। এরপর ৮ উইকেট পড়ে গেলে দলের বিপর্যয়ে ব্যাট হাতেও নেমেছিলেন তিনি। সাহসিকতা দিয়ে প্রশংসা কুড়িয়ে নিলেও মার্শের ব্যাটিংয়ের ধরনই বলছিল, ঘণ্টাখানেক পার হলেও চোটের কোনো উন্নতি নেই। শেষপর্যন্ত মাঠের বাইরেই ছিটকে পড়তে হল তাকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড