• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রতিশোধ নিয়ে মৌসুম শুরু করল ম্যানসিটি

  ক্রীড়া ডেস্ক

২২ সেপ্টেম্বর ২০২০, ১৬:৩৯
ম্যানচেস্টার সিটি
ম্যানচেস্টার সিটি (ছবি: সংগৃহীত)

গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ম্যাচেই ওলভসের বিপক্ষে হেরেছিল ম্যানচেস্টার সিটি। প্রথম লেগে ২-৩ ব্যবধানে হারার পর দ্বিতীয় ম্যাচে হেরেছিল ২-০ ব্যবধানে। তাই নতুন মৌসুমের শুরুতে ওলভসের বিপক্ষে বাড়তি সতর্কতা নিয়ে খেলতে নামে কেভিন ডি ব্রুইনরা।

এবার আর হোঁচট খায়নি ম্যানসিটি। ওলভসের মাঠে খেলতে গিয়ে নতুন মৌসুমের শুরুটাও দারুণভাবেই করেছে ইপিএলের অন্যতম সেরা দলটি। লিগ শিরোপা পুনরুদ্ধারের মিশনে ওলভসকে ৩-১ গোলে হারিয়ে মৌসুম শুরু করেছে পেপ গার্দিওলার শিষ্যরা।

পুরো ম্যাচে বড় দলের মতোই আধিপত্য বিস্তার করে খেলেছে ম্যান সিটি। ঘরের মাঠ হলেও খুব একটা পাত্তা পায়নি ওলভস। ম্যাচের দুই-তৃতীয়াংশ সময় বলে দখলে রেখে একের পর এক আক্রমণ করেছেন কেভিন ডি ব্রুইন, গ্যাব্রিয়েল জেসুসরা। যার ফলও পেয়েছে দুর্দান্ত জয়ের মাধ্যমে।

ম্যাচের প্রথম গোলটা অবশ্য পেনাল্টি থেকে। ডি-বক্সের মধ্যে বেলজিয়ান তারকা মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনকে ফাউল করা হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। গোলের সহজতম সুযোগটি কাজে লাগাতে কোনো ভুল করেননি ডি ব্রুইন। ম্যাচের তখন মাত্র ২০ মিনিট।

এর ১২ মিনিট পর গোছানো আক্রমণে ব্যবধান দ্বিগুণ করে ম্যান সিটি। ডি-বক্সের বাইরে থেকে রহিম স্টারলিংয়ের উদ্দেশ্যে বল বাড়ান ডি ব্রুইন। সেই বল ধরে স্টারলিং আবার এগিয়ে দেন ফাঁকায় দাঁড়ানো ফিল ফোডেনের উদ্দেশ্যে। বল পেয়ে জালে জড়াতে সময় নেননি ফোডেন।

প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সিটিজেনরা। দ্বিতীয়ার্ধে ফিরেও আক্রমণের ধারা বজায় রাখে তারা। তবে গোল পেতে অপেক্ষা করতে হয় বেশ দীর্ঘ সময়। উল্টো ৭৮ মিনিটের সময় রাউল হিমিনেজের গোলে ব্যবধান কমায় ওলভস। তবে এতে কোনো লাভ হয়নি। অতিরিক্ত যোগ করা সময়ের পঞ্চম মিনিটে লক্ষ্যভেদ করে দলকে দারুণ এক জয় এনে দেন গ্যাব্রিয়েল যেসুস।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড