• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনার ভয়াল থাবায় ক্রিকেটার মোশাররফ রুবেল

  ক্রীড়া ডেস্ক

০৯ আগস্ট ২০২০, ১৯:৫২
ক্রিকেটার
করোনার ভয়াল থাবায় ক্রিকেটার মোশাররফ রুবেল (ছবি : সংগৃহীত)

মহামারি করোনা ভাইরাসের বিষাক্ত ছোবলে মাশরাফি বিন মর্তুজা, নাফিস ইকবাল আর নাজমুল অপুর পর এবার আক্রান্ত হয়েছেন আরেক জাতীয় ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল।

শনিবার (৮ আগস্ট) এই বাঁহাতি স্পিনারের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তবে করোনার লক্ষণের মধ্যে জ্বর, গলা ব্যথা, কাশি, শরীর ব্যথা, পেটে ব্যথাসহ নানা ধরনের পেটের পীড়ার মতো কোনো উপসর্গ ছিল না ক্রিকেটার মোশাররফ রুবেলের।

যদিও গত চার পাঁচ দিন ধরেই খাবারে কিছুটা অরুচি চলে আসছিল তার। আর খাবারের ঘ্রাণটাও নাকে যাচ্ছিল না সেভাবে। ফলে কিছুটা সন্দেহ নিয়েই শনিবার করোনা টেস্ট করাতে দেওয়া।

এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালে করোনা টেস্ট করান মোশাররফ রুবেল। শনিবারই টেস্টের রেজাল্ট মিলেছে, এসেছে করোনা পজিটিভ। এ প্রসঙ্গে রবিবার (৯ আগস্ট) মোশাররফ রুবেল বলেন, ‘একদমই কোনো সমস্যা অনুভব করছি না এখনো। অন্য কোন উপসর্গও ছিল না। শুধু কদিন ধরে খাবারের টেস্ট পাচ্ছি না। যাই খাচ্ছিলাম, কেমন যেন স্বাদ লাগছিল না। আর শুধু স্বাদই নয়, খাবারের আর গন্ধও পাচ্ছিলাম না।’

বাঁহাতি এই স্পিনার আরও যোগ করেন, ‘ভাবলাম করোনা টেস্ট করিয়ে দেখি। পিজিতে (বঙ্গবুন্ধ শেখ মুজিব হাসপাতাল) টেস্ট দিলাম গতকাল। ঐদিনই রেজাল্ট পেলাম-পজিটিভ।’

আরও পড়ুন : ফিরে এসেছে পাকিস্তান ক্রিকেট দলের আনপ্রেডিক্টেবল রূপ

মোশাররফ রুবেলের ভাষায়, ‘আমার জ্বর, কাশি, শরীরব্যথা ও অন্য কিছুই নেই। আল্লাহর রহমতে ছোটখাটো লক্ষণ। তবুও আইসোলেশনে আছি বাসায়। ইতোমধ্যেই ওষুধ গ্রহণও শুরু হয়েছে। আশা করছি আল্লাহর রহমত ও সবার দোয়ায় সুস্থ হয়ে উঠব।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড