• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

মেসির খেলা দেখেই অনুপ্রাণিত হন সাকিব

  ক্রীড়া ডেস্ক

২৪ জুন ২০২০, ২০:৪০
সাকিব-মেসি
সাকিব-মেসি (ছবি : সংগৃহীত)

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত সাকিব আল হাসান, এটা প্রায় সবারই জানা। শুধু মেসির খেলা দেখেই মুগ্ধ হন না, আর্জেন্টাইন ফরোয়ার্ডের ব্যর্থতা থেকেও শিক্ষা নেন বাংলাদেশি এই অলরাউন্ডার।

খেলায় খারাপ পারফরমেন্স করলে সমালোচনার শিকার হন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার মেসিও। ঠিক একই পরিস্থিতির মুখোমুখি হতে হয় সাকিবকেও। ক্রিকেটে তার কাছ থেকে সবসময়ই ভালো পারফর্ম আশা করেন সমর্থকরা। খারাপ করলেই শুনতে নানান সমালোচনা। তাই মেসিকে দেখে অনুপ্রেরণা খুঁজে পান বাংলাদেশি এই তারকা।

আরও পড়ুন : তামিম-মুশফিকদের লঙ্কান সফর স্থগিত

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের অনুষ্ঠানে ধারাভাষ্যকার হার্শা ভোগলেকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘আমি লিওনেল মেসির দারুণ ভক্ত। মূলত তাকে দেখেই আমি অনুপ্রাণিত হই। আমি যখন তার খেলা দেখতে বসি, সবসময় তো আর ভালো হবে না। যদি একটু খারাপ হয় আমি নিজেই বলি, কেন সে আজকে পারফর্ম করতে পারছে না… তার আজকে আরও ভালো খেলা উচিত ছিল। এরপর একইভাবে নিজের কথা চিন্তা করি। বাংলাদেশের সমর্থকরাও তো সবসময় আমার কাছ থেকে ভালো পারফর্ম আসা করে। এটা অনুপ্রেরণা দেওয়ার একটা ভালো দিক। এটা আমাকে অনুপ্রাণিত হতে সাহায্য করে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড