• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্ত্রীর হাতে চুল কাটিয়ে মুশফিকের উচ্ছ্বাস প্রকাশ

  ক্রীড়া প্রতিবেদক

১৮ জুন ২০২০, ১৬:৪৩
স্ত্রীর হাতে চুল কাটিয়ে মুশফিকের উচ্ছ্বাস প্রকাশ
মুশফিকুর রহিমের চুল কাটানোর আগে ও পরের ছবি (ছবি : সংগৃহীত)

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে সর্বত্র এখন ঘরবন্দি অবস্থা। প্রাণঘাতী ভাইরাসটির প্রাদুর্ভাবের শুরুর সময়ের মতো এখনো সবার মুখে একটাই কথা, ‘ঘরে থাকুন, নিরাপদে থাকুন।’ যদিও অনেক প্রয়োজনেই তো আমাদের ঘরের বাইরে যেতে হয়! এবার বাধ্য হয়েই সেসব প্রয়োজন ঘরেই সারতে হচ্ছে।

করোনা প্রকোপের শুরুর দিকে একটি ভিডিওতে দেখা যায় বিরাট কোহলির চুল কেটে দিচ্ছেন তার স্ত্রী আনুশকা শর্মা। কিছুদিন পর একই ভূমিকায় দেখা যায় ক্রিশ্চিয়ানো রোনালদোর বান্ধবী জর্জিনা রদ্রিগেজকে। একটি ভিডিওতে ট্রিমার দিয়ে রোনালদোর চুল কেটে দিতে দেখা যায় তাকে।

এবার একই পথ বেছে নিলেন বাংলাদেশের মুশফিকুর রহিমও। স্ত্রী জান্নাতুল কিফায়েত মন্ডিকে দিয়ে চুল কাটিয়ে নিয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। স্ত্রীর চুলের ছাট পছন্দও হয়েছে মুশফিকের।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে একটি ছবি পোস্ট করেছেন মুশফিক। দুটি ছবি কোলাজ করে ছবিটি বানানো হয়েছে। যেখানে একটি ছবি চুল কাটার আগে এবং আরেকটি চুল কাটার পরের।

ছবিটি পোস্ট করে মুশফিক ক্যাপশনে লিখেছেন, চমৎকার হেয়ার কাট দিয়ে দেওয়ার জন্য আমার স্ত্রীকে ধন্যবাদ।

গত ১৯ মার্চ থেকে দেশের সব ধরনের ক্রিকেট বন্ধ আছে। দীর্ঘ সময় ধরে পরিবারের সঙ্গে আছেন ক্রিকেটাররা। এ সময়ে বিসিবির নির্দেশনা ছাড়াও নিজেদের মতো করে ফিটনেস নিয়ে কাজ করে যাচ্ছেন ক্রিকেটাররা।

আরও পড়ুন : কার্ডিফে অস্ট্রেলিয়া বধের ১৫ বছর আজ

মুশফিক ঘরকেই জিমনেশিয়াম বানিয়ে ফেলেছেন। ঘরেই সব ধরনের ফিটনেস নিয়ে নিয়মিত কাজ করছেন তিনি। যদিও এতে মন ভরছে তার। এ কারণে একক অনুশীলনের জন্য কিছুদিন আগে বিসিবির কাছে আবেদন করেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। কিন্তু অবস্থা বিবেচনায় তাকে এই অনুমতি দেওয়া হয়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড