• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনার আগ্রাসন নিয়ে মুশফিকের ভিডিওবার্তা

  নিজস্ব প্রতিবেদক

১৯ মার্চ ২০২০, ০৪:১৪
মুশফিকুর রহিম
করোনা নিয়ে ভিডিওবার্তায় মুশফিকুর রহিম (ছবি : সংগৃহীত)

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে মহামারিতে রূপ নিয়েছে করোনা ভাইরাস। এরই মধ্যে বিশ্বের ১৬৭টি দেশে এই ভাইরাসটির কারণে প্রাণ হারিয়েছেন প্রায় সাড়ে ৭ হাজার মানুষ। এছাড়া আক্রান্ত রয়েছেন আরও প্রায় দুই লাখেরও বেশি মানুষ।

সম্প্রতি বাংলাদেশেও আগ্রাসন চালাতে শুরু করেছে প্রাণঘাতী করোনা ভাইরাস।

বুধবার (১৮ মার্চ) দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনকালে করোনায় আক্রান্ত হয়ে দেশে একজনের মৃত্যুর কথা জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

ইতোমধ্যেই ভাইরাসটির কারণে দেশের ক্রীড়াঙ্গনে সব ধরনের খেলাধুলাও বন্ধ হয়ে গেছে। এমতাবস্থায় করোনা ভাইরাস নিয়ে নিজের ফেসবুকে একটি ভিডিওবার্তা প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম।

প্রায় ২ মিনিটের ওই ভিডিওবার্তায় বাংলাদেশ দলের কিংবদন্তি এই খেলোয়াড় করোনা ভাইরাস প্রতিরোধে দুটি বিষয়ের ওপর গুরুত্বারোপ করেছেন। একই সঙ্গে তিনি বিদেশ থেকে আগত প্রবাসীদের হোম কোয়ারেন্টাইনে থাকার কথা বলেছেন। পাশাপাশি খুব জরুরি না হলে সকলকে তিনি ভিড় বা জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।

ওই ভিডিওবার্তায় মুশফিক বলেন, ‘আমি মুশফিকুর রহিম বলছি। বিশ্বের অধিকাংশ দেশ এখন করোনা ভাইরাসে আক্রান্ত। করোনা ভাইরাস বা কোভিড-১৯ আক্রান্ত হয়েছে প্রায় দুই লাখেরও বেশি মানুষ। বিভিন্ন দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন দেশের ঘরোয়া ও আন্তর্জাতিক সব খেলাধুলা। অন্যান্য দেশের মতো করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশেও কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে এবং করোনা ভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যুও হয়েছে।’

‘করোনা ভাইরাস প্রতিরোধে দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এক, ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা। হাত ঘনঘন সাবান-পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। দুই, সামাজিক দূরত্ব বজায় রাখা। অর্থাৎ খুব জরুরি না হলে ভিড় বা জনসমাগম এড়িয়ে চলা।’

‘বিদেশ থেকে আসা প্রবাসী ভাই-বোনদের প্রতি একটি অনুরোধ। আপনারা নিজের পরিবার এবং দেশের সবার সুস্থতার জন্য কমপক্ষে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকুন। মনে রাখবেন আপনি শুধু আপনার জন্য নয়, আপনার সন্তান, পরিবার, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী এবং দেশের সকল মানুষের জন্য নিজেকে সচেতন রাখবেন। আর দয়া করে এখন কেউ এক সাথে বাইরে ঘুরতে বের হবেন না।’

‘এই সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে কোনো তথ্যের বিষয়ে সতর্ক থাকবেন। অনেকেই বিভিন্নভাবে ভুল অথবা মিথ্যা তথ্য ছড়াতে পারে। গুজবে কান দেবেন না।’

আরও পড়ুন : ইতালিতে করোনার গ্রাসে একদিনে ৪৭৫ জনের মৃত্যু

‘আমি নিজের এবং পরিবারের সচেতনতার জন্য এখন বাসায় অবস্থান করছি। খুব জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছি না। যতটুকু সম্ভব সচেতন থাকার চেষ্টা করছি। নিজে সুস্থ থাকুন এবং অন্যকেও সুস্থ রাখার সহযোগিতা করুণ। মনে রাখবেন আমার হাতেই আমার সুরক্ষা।’

ওডি/আইএইচএন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড