• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

তামিম-মুমিনুলদের পাপনের কঠোর হুঁশিয়ারি

  ক্রীড়া ডেস্ক

১০ ফেব্রুয়ারি ২০২০, ১৭:১৫
বাংলাদেশ
বাংলাদেশ টেস্ট দল (ছবি : সংগৃহীত)

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতে ইতিহাস গড়েছে জুনিয়র টাইগাররা। এমন সাফল্যে বাংলাদেশসহ পুরো বিশ্ববাসীই যুবাদের প্রশংসায় ভাসাচ্ছে।

বিপরীত চিত্র সিনিয়র টাইগারদের। টেস্টে ধারাবাহিক ব্যর্থতা ধরে রেখেছেন মুমিনুলরা। আকবর আলীদের বিশ্বজয়ের পরদিনই পাকিস্তানের বিপক্ষে ইনিংস হারের লজ্জা পেয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এছাড়া গত দেড় বছরে ৬টি টেস্ট খেলে ৫টিতেই ইনিংস ব্যবধানে হেরেছে তারা। বাকি একটিতে দুর্বল আফগানিস্তানের বিপক্ষে ইনিংস হার এড়াতে পারলেও পারেনি হার এড়াতে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে যুবা টাইগারদের প্রশংসায় ভাসান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, তাদের মধ্যে জয়ের অনেক আগ্রাসী ভাব ছিল। তাদের ব্যাটিং-বোলিং-ফিল্ডিং দেখে আমি অভিভূত। এখন থেকে তাদের প্রতি আলাদা যত্ন নেয়া হবে।

একই সময় জাতীয় দলের ক্রিকেটারদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন পাপন। জাতীয় দল নিয়ে কঠিন সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে কঠোর হুঁশিয়ারি দেন তিনি। পাপন বলেন, ‘যতই দিন যাচ্ছে আমাদের জাতীয় দলের খেলোয়াড়দের অবনতি হচ্ছে। এখন সময় এসেছে জাতীয় দলের কোচ ও সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে কথা বলার।’

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড