• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

মুশফিককে মাহমুদউল্লাহর পূর্ণ সমর্থন

  ক্রীড়া প্রতিবেদক

২১ জানুয়ারি ২০২০, ১৯:০১
মুশফিকুর রহীম ও মাহমুদউল্লাহ
মুশফিকুর রহীম ও মাহমুদউল্লাহ (ছবি : সংগৃহীত)

টি-টুয়েন্টি খেলতে আগামীকালই পাকিস্তান উড়াল দিবে বাংলাদেশ ক্রিকেট দল। অনেক জল ঘোলার পর নিশ্চিত হয় টাইগারদের এই সফরটি। আসন্ন এই সফর নিশ্চিত হওয়ার আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছিল, কেউ যেতে না চাইলে তাকে জোর করবে না বোর্ড। অবশ্য সফর নিশ্চিত হবার পর মুশফিকুর রহীম ছাড়া পাকিস্তান যেতে আপত্তি জানায়নি আর কোনো ক্রিকেটার।

মুশফিকের পাকিস্তান সফরে না যাওয়ার কারণও যুক্তিসঙ্গত। মূলত পরিবারের আপত্তিতেই আসন্ন সফরকে ‘না’ বলেছেন তিনি।

মুশফিক পাকিস্তান সফর ইস্যুতে বিপিএলের ফাইনাল ম্যাচ শেষে গণমাধ্যমকে বলেছিলেন, ‘আমার পরিবার ভয়ে শঙ্কিত, তারা চাচ্ছে না আমি পাকিস্তান যাই। আর সবচেয়ে বড় কথা, এত শঙ্কা নিয়ে খেলা যায় না। অন্তত আমি খেলতে পারব না।’

এ দিকে আসন্ন এ সফরকে ঘিরে তিন দিনের অনুশীলন করেছে বাংলাদেশ দল। মঙ্গলবার (২১ জানুয়ারি) মিরপুরের হোম অব ক্রিকেটে শেষ দিনের মতো অনুশীলন করে টাইগাররা। অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে উপস্থিত হোন সফরে টি-টুয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পাওয়া মাহমুদউল্লাহ রিয়াদ।

মুশফিকের নেওয়া সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছেন মাহমুদউল্লাহ। এছাড়া তার জন্যও এই সিরিজে অংশ নেওয়ার সিদ্ধান্ত কঠিন ছিল বলে জানান তিনি।

মাহমুদউল্লাহ বলেন, ‘প্রাথমিকভাবে এমন সিদ্ধান্ত নেওয়া কিছুটা কঠিন ছিল। কারণ আমার পরিবার কিছুটা চিন্তিত ছিল। কিন্তু আমি তাদের সঙ্গে কথা বলেছি এবং তারা রাজি হয়েছে। ফ্যামিলি ইস্যুর চেয়ে বড় ইস্যু কোনো ক্রিকেটারের জীবনে, এমনকি যে কোনো মানুষের জীবনেই কিছু হতে পারে না। সেই হিসাবে আমার পূর্ণ সমর্থন রয়েছে মুশফিকের সিদ্ধান্তের প্রতি।’

এরইমধ্যেই বাংলাদেশ-পাকিস্তান সিরিজের জন্য বিশেষ নিরাপত্তা হাতে নিয়েছে আয়োজকরা। দেওয়া হবে সর্বোচ্চ নিরাপত্তা। সফরকারী ক্রিকেটারদের থাকার জায়গা এবং লাহোর ও রাওয়ালপিণ্ডি স্টেডিয়ামে যাওয়ার পথে থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নিয়োগ দেওয়া হবে ১৯ জন বিশেষ কর্মকর্তাকে।

সেনাবাহিনীর কমান্ডো আর রেঞ্জার্সও মোতায়েন রাখা হবে। থাকবে ক্লোজ সার্কিট ক্যামেরা। খুব সাবধানতার সঙ্গে তল্লাশি চালানো হবে স্টেডিয়ামের ভেতরে ও বাইরে যাওয়ার পথে।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড