• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিরিজের আগেই পাকিস্তানের লাহোরে অস্ত্রধারী সন্ত্রাসী আটক

  ক্রীড়া ডেস্ক

২১ জানুয়ারি ২০২০, ১৪:২১
বাংলাদেশ-পাকিস্তান
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের আগে লাহোরে অস্ত্রসহ তিন সন্ত্রাসী আটক (ছবি : সংগৃহীত)

দীর্ঘ দশ বছর পর আবারও পাকিস্তান সফর করছে টেস্ট খেলুড়ে দেশগুলো। আর প্রায় এক যুগ পর পাকিস্তান যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সবশেষ ২০০৮ সালে দেশটিতে সফর করেছিল টাইগাররা। নানা নাটকীয়তার পর তিন মাসে তিন দফায় পাকিস্তান সফর নিশ্চিত হলো মাহমুদউল্লাহ-তামিমদের।

প্রথম ধাপে সফর শুরু ২৩ জানুয়ারি। নিরাপত্তা নিয়ে অসন্তোষ থাকা সত্ত্বেও এ সফর সম্পন্ন করবে লাল সবুজের প্রতিনিধিরা। ২৪ জানুয়ারি থেকে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হবে টি-টুয়েন্টি সিরিজটি। কিন্তু এর মধ্যে হঠাৎই দুঃসংবাদ দেখা দিয়েছে। এই সিরিজের আগে লাহোরের অদূরে হারুনাবাদ বাইপাস থেকে অস্ত্রধারী তিন সন্ত্রাসীকে আটক করেছে কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি)। এমন খবর দিয়েছে দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

সিটিডির একজন মুখপাত্র জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয়েছে অস্ত্রধারী তিন সন্ত্রাসীকে। সেখান থেকে ৭টি বিস্ফোরক, সেফটি ফিউজ, ২ বক্স বল বেয়ারিং, ১টি ইলেকট্রিক ব্যাটারি, ১টি ইলেকট্রিক সুইচ এবং দুটি শপিং ব্যাগভর্তি বোমা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করেছে পুলিশ।

বাংলাদেশের বিপক্ষে সিরিজকে সামনে রেখেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে মোতায়েন থাকবে ১০ হাজার পুলিশ। কোনো সমস্যা হলে দ্রুতগতিতে ব্যবস্থা নেওয়ার জন্য তৈরি থাকবেন ১৯ জন বিশেষ কর্মকর্তা, সামরিক কমান্ডো এবং রেঞ্জার্স। রাওয়ালপিন্ডি টেস্টের জন্য নিরাপত্তা দেবেন সামরিক ব্যাটালিয়ন, রেঞ্জার্স উইং এবং ৪ হাজারের বেশি পুলিশ সদস্য।

আরও পড়ুন- পাকিস্তানে টাইগারদের নিরাপত্তায় ১০ হাজার পুলিশ

উল্লেখ্য, লাহোরে ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট গড়াবে ৭ থেকে ১১ ফেব্রুয়ারি। এরপর ৩ এপ্রিল করাচিতে গড়াবে একটি ওয়ানডে এবং ৫-৯ এপ্রিল দ্বিতীয় টেস্ট।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড