• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বঙ্গবন্ধু গোল্ডকাপ

উদ্বোধনী ম্যাচে শক্তিশালী ফিলিস্তিনের মুখোমুখি বাংলাদেশ

  ক্রীড়া প্রতিবেদক

১৪ জানুয়ারি ২০২০, ১৯:৪৯
মাঠের লড়াইয়ের আগে মুখোমুখি দুই দলের অধিনায়ক ও কোচ
মাঠের লড়াইয়ের আগে মুখোমুখি দুই দলের অধিনায়ক ও কোচ (ছবি : রফিক)

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ১০০টির মতো ইভেন্ট আয়োজন করছে ক্রীড়া মন্ত্রণালয়। আয়োজিত ইভেন্টগুলোর মধ্যে প্রথম আন্তর্জাতিক ইভেন্ট হিসেবে বুধবার (১৫ জানুয়ারি) পর্দা উঠছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের। যা ‘মুজিববর্ষের’ আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোর প্রথম আয়োজন।

ছয় দলের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টটির পর্দা নামবে আগামী ২৫ জানুয়ারি। টুর্নামেন্টটিতে অংশ নিচ্ছে এশিয়া ও আফ্রিকার তিনটি করে দল। এশিয়ার বাংলাদেশ, শ্রীলঙ্কা ও গেল আসরের চ্যাম্পিয়ন ফিলিস্তিন। আফ্রিকার তিন দেশ হচ্ছে বুরুন্ডি, মরিশাস ও সিসেলস।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শক্তিশালী ফিলিস্তিনের মুখোমুখি হবে বাংলাদেশ। ফিফার র‌্যাঙ্কিংয়ে ১০৬ নম্বর স্থানে অবস্থান করছে ফিলিস্তিন। অপরদিকে বাংলাদেশের অবস্থান ১৮৭। শক্তির বিচারে ফিলিস্তিন এগিয়ে থাকলেও ছেড়ে কথা বলবে না জামাল ভূঁইয়ারা।

মাঠের লড়াইয়ের আগে টুর্নামেন্টপূর্ব সংবাদ সম্মেলনে মঙ্গলবার (১৪ জানুয়ারি) বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া বললেন, ‘এটা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর টুর্নামেন্ট। আমরা অবশ্যই ভালো খেলে দেশকে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব।’

বুধবার (১৫ জানুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকালে ৫টায়। খেলাটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও আরটিভি। বাংলাদেশ বেতার সবগুলো ম্যাচের ধারাবিবরণী দেওয়া হবে। এছাড়াও অনলাইন চ্যানেল মাইকুজু এবং টুর্নামেন্টের স্বত্বাধিকারি কে-স্পোর্টসের অনলাইনসহ টেকিকমিউনিকেশন অ্যাপসের মাধ্যমে খেলা সম্প্রচার করা হবে।

বঙ্গবন্ধু গোল্ডকাপের সূচি

১৫ জানুয়ারি : বাংলাদেশ-ফিলিস্তিন ১৬ জানুয়ারি : মরিশাস-বুরুন্ডি ১৭ জানুয়ারি : ফিলিস্তিন-শ্রীলঙ্কা ১৮ জানুয়ারি : সিসেলস-বুরুন্ডি ১৯ জানুয়ারি : বাংলাদেশ-শ্রীলঙ্কা ২০ জানুয়ারি : মরিশাস-সিসেলস ২২ জানুয়ারি : ১ম সেমিফাইনাল ২৩ জানুয়ারি : ২য় সেমিফাইনাল ২৫ জানুয়ারি : ফাইনাল

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড