• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাসেলের রেকর্ড স্পর্শ করলেন রশিদ খান

  ক্রীড়া ডেস্ক

০৮ জানুয়ারি ২০২০, ১৬:৩৮
রশিদ খান
আফগান লেগ স্পিনার রশিদ খান (ছবি : সংগৃহীত)

বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সার্সের বিপক্ষে হ্যাটট্রিক করলেন আফগান স্পিনার রশিদ খান। আগে ব্যাট করে অ্যাডিলেড মাত্র ১৩৫ রান তোলে। অল্প পুঁজি গড়েও সিডনির বিপক্ষে অ্যাডিলেড লড়াই করে রশিদ খানের হ্যাটট্রিকে। এতে ম্যাচটি জমেও ওঠে। তবে শেষ পর্যন্ত দুই উইকেটে হেরে যায় রশিদ খানরা।

ইনিংসের ১১তম ওভারের শেষ দুই বলে জেমস ভিনস ও জ্যাক অ্যাডওয়ার্ডসকে সাজঘরে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তোলেন রশিদ। ১৩তম ওভারের প্রথম বলেই জর্ডান সিল্ককে তুলে নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ৪ ওভারে ২২ রান খরচায় ৪ উইকেট শিকার করেন রশিদ।

আরও পড়ুন :-‘রান মেশিন’ কোহলির আরেকটি রেকর্ড

অ্যাডিলেডের হয়ে এ দিন টি-টুয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় হ্যাটট্রিকের কীর্তি গড়লেন আফগান লেগি। টি-টুয়েন্টিতে রশিদ খানের প্রথম হ্যাটট্রিক ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। এরপর জাতীয় দলের হয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করেন তিনি। তৃতীয়টি আসল বিগ ব্যাশে।

টি-টুয়েন্টি ক্রিকেটে এর আগে তিনটি হ্যাটট্রিকের কীর্তি আছে শুধু আন্দ্রে রাসেলের। তার তিনটি হ্যাটট্রিক আসে যথাক্রমে ভারতের বিপক্ষে, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগে।

রশিদ খানের হ্যাটট্রিকের ভিডিও

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড