• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

টি-টেন লিগের পর্দা উঠছে কাল

  ক্রীড়া ডেস্ক

১৩ নভেম্বর ২০১৯, ২০:০৩
তৃতীয় টি-টেন লিগ
তৃতীয় টি-টেন লিগ (ছবি : সংগৃহীত)

আট দলের অংশগ্রহণে তৃতীয়বারের মতো পর্দা উঠছে টি-টেন লিগের। সংযুক্ত আরব আমিরাতে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বসতে যাচ্ছে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরমেটের লিগটি। আমিরাত ক্রিকেট বোর্ড পরিচালিত টি-টেন ক্রিকেট লিগটি ২০১৭ সালে চেয়ারম্যান শাজি উল মুল্ক প্রথম চালু করেন।

এটি প্রথমবারের মতো আন্তর্জাতিকভাবে অনুমোদিত ১০ ওভারের ক্রিকেট টুর্নামেন্ট। ২০১৮ সালের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) লিগটির অনুমোদন দেয়। টুর্নামেন্টের গেল আসরের তুলনায় এবারের আসরটি বেশ জমজমাট হবে বলে প্রত্যাশা করছে আয়োজকরা।

টি-টেন লিগের পর্দা নামবে আগামী ২৪ নভেম্বর। যদিও উদ্বোধনের দিন কোনো ম্যাচ নেই। এ দিন বিকাল ৪টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে লিগের এবারের আসর। আসন্ন আসরে প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশের কোনো ফ্র্যাঞ্চাইজি। বাংলা টাইগার্স নামে বিদেশি কোনো লিগে খেলবে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিটি। বাংলা টাইগার্সের আইকন প্লেয়ার ও অধিনায়ক শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার থিসারা পেরেরা।

বাংলা টাইগার্স ছাড়াও এবারের আসরে ডেকান গ্লাডিয়েটর্স, দিল্লি বুলস, কর্ণাটক টাস্কার্স, মারাঠা অ্যারাবিয়ান্স, ক্যালান্দার্স, নর্দান ওয়ারিয়র্স ও টিম আবুধাবি অংশ নিচ্ছে। অংশ নেওয়া আটটি দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে।

বাংলা টাইগার্স, ডেকান গ্লাডিয়েটর্স, দিল্লি বুল্লস, কর্ণাটক টাস্কার্স গ্রুপ ‘এ’ এবং গত আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নর্দান ওয়ারিয়র্সের গ্রুপ ‘বি’ তে আছে মারাঠা অ্যারাবিয়ান্স, ক্যালান্দার্স ও টিম আবুধাবি। চলতি আসরে প্রতিদিন ৩টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। সবগুলো খেলা অনুষ্ঠিত হবে আবুধাবি স্টেডিয়ামে।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড