• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১  |   ২৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

এবার ওয়ানডে র‌্যাঙ্কিং থেকেও মুছে গেল সাকিবের নাম

  ক্রীড়া ডেস্ক

১২ নভেম্বর ২০১৯, ১৭:২১
সাকিব আল হাসান
সাকিব আল হাসান (ছবি : সংগৃহীত)

জুয়াড়ির প্রস্তাব গোপন করায় সাকিবকে সবধরনের ক্রিকেটে দুই বছর নিষিদ্ধ করেছে আইসিসি। তবে দায় স্বীকার করায় এক বছর নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে। ফলে এক বছর পরই খেলতে পারবেন তিনি। গেল ২৯ অক্টোবর এই নিষেধাজ্ঞা দেয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থাটি।

নিষেধাজ্ঞা পাওয়ার আগে সাকিবের আইসিসির অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে ওয়ানডেতে অবস্থান ছিল এক নম্বর, টি-টুয়েন্টিতে দ্বিতীয় সেরা আর টেস্টে তৃতীয় নম্বর সেরা।

সোমবার (১১ নভেম্বর) আইসিসি টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ে হালনাগাদ করে। তাতে দেখা যায় এক নম্বরে উঠে এসেছেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী, দুই নম্বরে আছেন অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। চার নম্বরে টাইগারদের নয়া টি-টুয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সেরা দশে তো বটেই, সেরা একশতেও ছিলো না সাকিবের নাম।

মঙ্গলবার (১২ নভেম্বর) আইসিসি হালনাগাদ করেছে ওয়ানডে র‌্যাঙ্কিং। যেখানে আগে শীর্ষে থাকা সাকিব নেই কোনোখানে। ৩১৯ রেটিং পয়েন্ট নিয়ে এক নাম্বারে উঠে এসেছেন ইংল্যান্ডের বেন স্টোকস। ৩০৭ রেটিং পয়েন্ট নিয়ে দুই নাম্বারে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। তিন নাম্বারে থাকা পাকিস্তানের ইমাদ ওয়াসিমের রেটিং পয়েন্ট ২৯৫। চারে আছেন ইংল্যান্ডের ক্রিস ওকস (২৬৭), পাঁচে আছেন আফগানিস্তানের রাশিদ খান (২৬৩)।

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে হালনাগাদ করবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার টেস্ট সিরিজ শেষ হবার পর। এখন পর্যন্ত অলরাউন্ডারের র‌্যাঙ্কিংয়ে তিন নম্বরে থাকা সাকিব আল হাসানের নাম তখন মুছে যাবে সেখান থেকেও।

উল্লেখ্য, আইসিসি কর্তৃক কোনো ক্রিকেটার নিষিদ্ধ থাকলে তিনি র‌্যাঙ্কিংয়ে অন্তর্ভুক্ত হতে পারেন না।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড