• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

যেভাবে ম্যাসেঞ্জার আর হোয়াটসঅ্যাপে গোপনে পড়া যাবে বার্তা

  প্রযুক্তি ডেস্ক

৩০ আগস্ট ২০১৯, ১৪:১৭
হোয়াটসঅ্যাপ
ছবি : সংগৃহীত

বন্ধু কিংবা জরুরি প্রয়োজনে কারো সাথে যোগাযোগের মাধ্যম হিসেবে ম্যাসেঞ্জার আর হোয়াটসঅ্যাপকেই বেছে নেন অনেকে। আর এসব মাধ্যমে কোনো বার্তা পাঠালে তা দেখার সঙ্গে সঙ্গে জানতে পারেন প্রেরক। অর্থাৎ ম্যাসেজ দেখার পর প্রেরক চ্যাট বক্সে ‘সিন’ নামক একটি শব্দ দেখতে পান এবং এতে সময়ও দেখা যায়।

এ কারণে অনেক সময় বেশ জটিলতার সম্মুখীন হতে হয়। এমনটা যদি হয় যে আপনি ম্যাসেজ পড়লেন কিন্তু অপরপক্ষ তা জানলো না তবে কেমন হয়? মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের রিড রিসিপট ফিচারটি সাময়িকভাবে অকার্যকর করার মাধ্যমে এর সমাধান করা সম্ভব। কীভাবে? চলুন জেনে নেওয়া যাক-

গোপনে বার্তা পড়তে চাইলে স্মার্টফোনটির সেটিংস অপশনে প্রবেশ করে ‘এয়ারপ্লেন মোড’ চালু করতে হবে। এবার বার্তা পড়া শেষে অপশনটি বন্ধ করে দিয়েই আবার আগের মতো ম্যাসেঞ্জারের সব সুযোগ মিলবে।

হোয়াটসঅ্যাপে এই সুবিধা পেতে প্রবেশ করুন সেটিংস পেজে। এরপর পর্যায়ক্রমে অ্যাকাউন্ট, প্রাইভেসি অপশনে ক্লিক করুন। সেখানে গিয়ে ‘টার্ন অব রিসিপটস’ অপশনে ক্লিক করলেই মিলবে এ সুবিধা।

আপনি কি প্রেরককে না জানিয়ে ম্যাসেজ পড়তে চান? তবে কাজে লাগান এ পদ্ধতি।

ওডি/এনএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড