• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বন্ধ হয়ে যাচ্ছে ‘গুগল হায়ার’ সেবা

  প্রযুক্তি ডেস্ক

৩০ আগস্ট ২০১৯, ১০:৪১
গুগল হায়ার
ছবি : সংগৃহীত

২০১৭ সালে বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া সহজ করার উদ্দেশ্যে ‘গুগল হায়ার’ নামক সেবা চালু করেছিল জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। এই সেবার মাধ্যমে অনলাইনে চাকরির তালিকা দেওয়া, আবেদন গ্রহণ, ট্র্যাক ও ব্যবস্থাপনার সুবিধা ভোগ করতেন নিয়োগ দাতারা।

এই সেবাটির মাধ্যমে উপযুক্ত চাকরির প্রার্থী খুঁজে পাওয়া এবং সাক্ষাৎকারের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করার কাজটি অনেক সহজ হয়ে উঠেছিল। তবে আগামী বছর আর এই সেবা থাকছে না। ২০২০ সালের পহেলা সেপ্টেম্বর থেকে ‘গুগল হায়ার’ সেবাটি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে গুগল।

গেজেটস নাউতে প্রকাশিত এক প্রতিবেদনে যায়, আগামী বছরের সেপ্টেম্বর থেকে বন্ধ করে দেওয়া হবে এই সেবাটি। অর্থাৎ, ব্যবহারকারীরা আর এক বছর এটি ব্যবহারের সুযোগ পাবেন। তবে কেন তা বন্ধ হয়ে যাচ্ছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

উল্লেখ্য, ২০১৫ সালের শেষ দিকে ৩৮ কোটি ডলারে অধিগ্রহণ করা বিবপকে নিজেদের ক্লাউড সিস্টেমের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে গুগল হায়ার চালু করে প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট ইনকরপোরেশন।

ওডি/এনএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড