• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফেসবুক অ্যাপেও এবার আসছে ডার্ক মোড

  প্রযুক্তি ডেস্ক

১৫ আগস্ট ২০১৯, ১১:৫৮
ফেসবুক
(ছবি: সংগৃহীত)

ম্যাসেঞ্জারের পর এবার ফেসবুক অ্যাপে ডার্ক মোড ফিচার চালু করতে যাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ।

চলতি বছরের শুরুর দিকে স্মার্টফোনের ব্যাটারি সাশ্রয় করতে ম্যাসেঞ্জারে এই ফিচার চালু করে তারা। আর ফলে দিন দিন এই ফিচারটি খুবই জনপ্রিয় হয়ে উঠছে। তাই সেই ধারাবাহিকতায় এবার ফেসবুকেও অ্যাপটি চালু করতে চায় তারা।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ব প্রযুক্তি গবেষক জেন মানচুং ওন বলেন, ফেসবুক তাদের অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য ডার্ক মোড ফিচার চালু করার দ্বারপ্রান্তে পৌঁছেছে।

তবে ঠিক কবে নাগাদ ফিচারটি সবার সামনে আসবে, সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছুই জানাননি।

এ দিকে, কিছুদিন আগে প্রযুক্তি বিশেষজ্ঞ নোটে জেন অবশ্য বলেছিলেন, তিনি ফেসবুকের ডার্ক মোড ফিচারের কিছু থিম যুক্ত করা একটি টেক্সট দেখেছেন। সেটাকে তিনি একেবারে ডার্ক মোড উন্নয়নের শুরুর ধাপ হিসেবে বর্ণনা করেছিলেন।

তবে ফেসবুক অবশ্য ডার্ক মোড চালুর বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি।

এছাড়া গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফেসবুক শিশুদের জন্য ম্যাসেঞ্জার আনার নতুন ডিজাইন প্রকাশ করেছে। তবে অনেক বাবা-মা সেটিকে অনুমোদন করেনি।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড