• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

গুগল অ্যাডসেন্সের অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপ বাতিলের সিদ্ধান্ত 

  প্রযুক্তি ডেস্ক

১৬ জুলাই ২০১৯, ১৩:৩২
গুগল
গুগল অ্যাডসেন্স (ছবি: সংগৃহীত)

গুগল অ্যাডসেন্সের অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে মার্কিনী টেক জায়ান্ট গুগল। এটি মূলত গুগলের ওয়েবে বিজ্ঞাপন প্রচারের একটি প্লাটফর্ম।

প্রতিষ্ঠানটি মোবাইল অ্যাপের বদলে মোবাইল ওয়েব অ্যাপে (বিশেষ করে ইন্টারফেইস) বিনিয়োগের কথা জানিয়েছে।

বর্তমানে এই অ্যাডসেন্সের অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপ দিয়ে অ্যাপের আয় ও ভিউয়ের পরিসংখ্যান দেখা যায়। চলতি বছরের শেষ নাগাদ অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপগুলো বাতিল করা হবে।

ধারণা করা হচ্ছে , এই অ্যাপ বাতিলের সিদ্ধান্তটি গুগল হঠাৎ করে নেয়নি। কেননা ২০১৭ সালের পর থেকে এই দুটি অ্যাপই আর আপডেট করা হয়নি।

গুগল জানিয়েছে, সব প্ল্যাটফর্ম সাপোর্ট করবে বলেই তারা এখন ওয়েব অ্যাপ্লিকেশনে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে অ্যাডসেন্সের প্রোডাক্ট ম্যানেজার অ্যান্ড্রু গিল্ডফাইন্ড এক ব্লগপোস্টে লিখেছেন, বছরের শেষে উন্নতমানের অ্যাডসেন্স মোবাইল অ্যাপের ঘোষণা আসবে। অ্যাপটির ফিচারগুলো আরও দ্রুত কাজ করবে।

আর বর্তমান অ্যাড সেন্সের যে ওয়েবসাইট রয়েছে, তাকে আরও উন্নত ওয়েব অ্যাপে পরিণত করা হবে। মোবাইলের হোমস্ক্রিনে অ্যাপটি যাতে সহজেই পিন করে রাখা যায়, সে ব্যবস্থাও করা হবে।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড