• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

এবার হোয়াটসঅ্যাপেও বিজ্ঞাপন প্রদর্শন

  প্রযুক্তি ডেস্ক

২৩ মে ২০১৯, ১৩:৩১
হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপের কোথাও বিজ্ঞাপন দেখতে না পাওয়ায় এতদিন পর্যন্ত ফেসবুক হোয়াটসঅ্যাপ থেকে লাভ করতে পারত না।

তবে এখন থেকে ফেসবুক হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপন দেখানোর সিদ্ধান্ত নিয়েছে। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের শুরুতে বিজ্ঞাপন দেখানো শুরু হবে।

ইন্সটাগ্রাম প্রথম ২০১৭ সালে স্টোরিজে বিজ্ঞাপন দেখানো শুরু হয়েছিল। একইভাবে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসেও বিজ্ঞাপন দেখানো হবে। এই বিজ্ঞাপন ২০২০ সাল থেকে দেখানো শুরু হবে। তবে ঠিক কবে থেকে এই সেবা শুরু হবে তা জানা যায়নি।

অন্যদিকে রটার্ডাম এ ফেসবুকের মার্কেটিং সামিট চলছে। সেখানেই ফেসবুক হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে বিজ্ঞাপন দেখানোর ঘোষণা করেছে।

এক পোস্টের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, এই বিজ্ঞাপন সম্পূর্ণ ডিসপ্লের উপরে দেখানো হবে। তার উপরে একটি লিঙ্ক থাকবে। ইন্সটাগ্রাম স্টোরিতে যেভাবে বিজ্ঞাপন কাজ করে, একইভাবে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে এটি কাজ করবে।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড