• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

বন্ধ হচ্ছে ইনস্টার নিজস্ব ম্যাসেজিং অ্যাপ

  প্রযুক্তি ডেস্ক

১৬ মে ২০১৯, ১৭:৩৯
ইনস্টাগ্রাম
ছবি : সংগৃহীত

কয়েক মাসের মধ্যেই বন্ধ করে দেওয়া হচ্ছে ইনস্টাগ্রামের নিজস্ব ম্যাসেজিং অ্যাপ ‘ডাইরেক্ট ফ্রম ইনস্টাগ্রাম’।

বিশ্বের সব দেশের ব্যবহারকারীদের কাছে অ্যাপটি পৌঁছানোর আগেই এর সেবা বন্ধ করে দেওয়া হচ্ছে।

টুইটার অ্যাকাউন্টে সোশ্যাল মিডিয়া বিশ্লেষক ম্যাট নাভারা ইনস্টাগ্রাম থেকে পাঠানো একটি বার্তার স্ক্রিনশট প্রকাশ করেছেন। সেখানে লেখা হয়, ‘ডাইরেক্ট ম্যাসেজের সাপোর্ট আমরা বন্ধ করে দিচ্ছি। তবে পুরোনো ম্যাসেজগুলো স্বয়ংক্রিয়ভাবে ইনস্টাগ্রামের মূল অ্যাপে পৌঁছে যাবে। তাই আপনাদের কিছু করতে হবে না’।

অ্যাপটি কেন বন্ধ করে দেওয়া হচ্ছে, এখন পর্যন্ত এ বিষয়ে কিছু জানা যায়নি।

২০১৭ সালের ডিসেম্বরে অ্যাপটি সর্বপ্রথম উন্মোচন করা হয়। প্রাথমিক অবস্থায় স্ন্যাপচ্যাটের সঙ্গে এর বেশ মিল ছিল। অ্যাপটিতে ক্যামেরা চালু করে ছবি তুলে তাতে নানা ফিল্টার যোগ করে সেটা বন্ধুদের পাঠানোর ব্যবস্থা ছিল।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড