• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

৬৪ উপজেলায় ধান বিক্রি হবে কৃষকের অ্যাপে

  নিশীতা মিতু

১১ মার্চ ২০২০, ১৪:৫০
কৃষকের অ্যাপ
কৃষকের অ্যাপ (ছবি : সম্পাদিত)

চলতি বছরে দেশের ৬৪ উপজেলায় ‘কৃষকের অ্যাপ’-এর মাধ্যমে বোরো সংগ্রহ করবে সরকার। এর আগে ১৬ উপজেলায় অ্যাপের মাধ্যমে কৃষকদের কাছ থেকে আমন ধান সংগ্রহে সফলতা লাভ করায় সব জেলায় এ প্রক্রিয়ার কথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বুধবার (১১ মার্চ) সচিবালয়ে সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান খাদ্যমন্ত্রী। এ সময় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকও উপস্থিত ছিলেন।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, প্রকৃত কৃষকরা অ্যাপের মাধ্যমে ধান বিক্রি করতে পারবে। এর ফলে কোনো মধ্যস্বত্বভোগী আসতে পারবে না। ধান বিক্রিতে আগ্রহী কৃষকদের কাছ থেকে আবেদন আসার পর সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হবে।

এ বছর সরকার ৬ লাখ ২৬ হাজার ৯৯১ মেট্রিক টন আমন ধান, ৩ লাখ ৩৭ হাজার ৬১৮ টন সিদ্ধ চাল এবং ৪৩ হাজার ৯০০ টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। কৃষি মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত তালিকা সংগ্রহ করেছে খাদ্য মন্ত্রণালয়।

খাদ্য অধিদপ্তর ‘কৃষকের অ্যাপ’-এর মাধ্যমে ধান বিক্রি প্রক্রিয়া সম্পর্কে জানায়-

১। ধান বিক্রিতে ইচ্ছুক কৃষককে ফোনে ‘কৃষকের অ্যাপ’ নামের অ্যাপটি ডাউনলোড করতে হবে।

২। কৃষকের যদি স্মার্টফোন না থাকে সেক্ষেত্রে ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রে গিয়ে এ সেবা নিতে পারবেন তিনি।

৩। মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে।

৪। ধানের নাম, জমির পরিমাণ, কী পরিমাণ ধান বিক্রি করতে চান- এসব তথ্য জানিয়ে অ্যাপের মাধ্যমে ধান বিক্রির আবেদন করতে হবে কৃষককে।

৫। এরপর কৃষককে নিবন্ধন, বরাদ্দের আদেশ ও দাম পরিশোধের সনদসহ তথ্য এবং ধান বিক্রির জন্য কবে কোন গুদামে যেতে হবে তা এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন : নেটফ্লিক্সে যেভাবে অটোপ্লে বন্ধ করবেন

যদি আবেদনকারীর সংখ্যা নির্ধারিত সংখ্যার বেশি হয়, সেক্ষেত্রে লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হবে।

অ্যাপটি ডাউনলোড করার জন্য ক্লিক করুন…

ওডি/নিমি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড