• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভুয়া তথ্য ঠেকাতে ইনস্টাগ্রামের ‘ফলস ইনফরমেশন’

  প্রযুক্তি ডেস্ক

২৩ অক্টোবর ২০১৯, ১১:৫৫
ইনস্টাগ্রাম
ছবি : ইনস্টাগ্রামের 'ফলস ইনফরমেশন' ফিচার

যোগাযোগ মাধ্যমগুলোতে এত পরিমাণ ভুয়া তথ্য ছড়িয়ে পড়ছে যার জন্য ব্যবহারকারীদের সম্মুখীন হতে হয় এক বিব্রতকর পরিস্থিতির। এ সমস্যা থেকে ব্যবহারকারীদের মুক্তি দিতে ও সোশ্যাল অ্যাপ ব্যবহারের অনীহা দূর করতে ইনস্টাগ্রাম নিয়ে এসেছে ‘ফলস ইনফরমেশন’।

ইনস্টাগ্রাম এখন থেকে সন্দেহজনক বার্তায় ‘ফলস ইনফরমেশন’ লেবেল প্রদর্শন করবে। এ ম্যাসেজিং সেবাটি ব্যবহারকারীদের ‘স্টোরিজ’ ও ‘নিউজ ফিড’-এ বিনিময় করা বার্তাগুলো ফেসবুকের ‘ফ্যাক্ট চেকারস’ প্রযুক্তির মাধ্যমে যাচাই করবে। তবে ব্যবহারকারীরা চাইলেই মূল পোস্টটি অবিকৃতভাবে দেখার সুযোগ পাবেন ‘সি পোস্ট’ অপশনের মাধ্যমে।

এছাড়াও বন্ধুদের পাঠানো বার্তার সত্যতা নিশ্চিত করতে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা যাবে। অভিযোগের পাশাপাশি বন্ধুর সন্দেহজনক বার্তায় ‘পতাকা’ যুক্ত করলেই ইনস্টাগ্রাম বার্তাটির সত্যতা যাচাই করে মুছে ফেলবে বার্তা।

ইনস্টাগ্রামের এ উদ্যোগ মূলত ব্যবহারকারীদের ভুয়া তথ্য থেকে রক্ষা করা। আপাতত যুক্তরাষ্ট্রে এ ফিচারটি চালু করা হয়েছে। তবে অল্প কিছু দিনের মধ্যেই সকলের কাছে পৌঁছে যাবে এ ফিচার।

ওডি/এওয়াইআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড