• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফেসবুকের ডিজিটাল মুদ্রা প্রকল্প থেকে সরে গেল পেমেন্ট জায়ান্টরা

  প্রযুক্তি ডেস্ক

১৭ অক্টোবর ২০১৯, ১৫:৪৯
ফেসবুক
ফেসবুক (ছবি : সংগৃহীত)

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ডিজিটাল মুদ্রা সম্পর্কিত প্রকল্প থেকে বেশ কয়েকটি ডিজিটাল পেমেন্টের সবচেয়ে বড় প্রতিষ্ঠানগুলো নিজেদের সরিয়ে নিয়েছে। ফেসবুক থেকে মুখ ফিরিয়ে নেওয়ার তালিকায় রয়েছে- ভিসা, মাস্টারকার্ড, স্ট্রাইপ ও ই-বে মতো প্রতিষ্ঠানগুলো।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায়, সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক ডিজিটাল মুদ্রা লিবরা প্রকল্প হাতে নিয়েছিল। এজন্য ডিজিটাল পেমেন্টের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছিল তারা। শেষ পর্যন্ত এ চুক্তিতে থাকল না পেমেন্টের বড় বড় প্রতিষ্ঠানগুলো।

এর আগে, সপ্তাহখানেক হলো- ফেসবুকের ডিজিটাল মুদ্রা প্রকল্প থেকে নিজেদের সরিয়ে নেয় পেমেন্ট প্রতিষ্ঠান পে-প্যাল। এবার সেই পথে হাটলো আরও কয়েকটি প্রতিষ্ঠান। তারাও নিজেদের সরিয়ে নিয়েছে। এ কারণে ডিজিটাল মুদ্রা চালুর প্রকল্পে বড় ধরনের ধাক্কা খেল মার্কিন প্রতিষ্ঠান ফেসবুক।

সরে যাওয়া প্রসঙ্গে সম্পর্কে পেমেন্ট প্রতিষ্ঠান ই-বে এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে থাকার বিষয়ে আর এগোতে চাই না আমরা। বর্তমানে আমরা আমাদের নিজস্ব কাজেই বেশি গুরুত্ব দিচ্ছি।

ওডি/টিএএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড