• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘মটো জি-এইট’ সিরিজ আনছে মটোরোলা

  প্রযুক্তি ডেস্ক

৩০ আগস্ট ২০১৯, ১৫:০৪
মটো জি-এইট
ছবি : সংগৃহীত

কিছুদিনের মধ্যেই বাজারে আসছে মটোরোলার নতুন সিরিজ মটো জি-এইট। বেশ কয়েকটি নতুন মডেলের ফোন থাকছে নতুন এই সিরিজে। সবগুলো মডেলেই থাকতে পারে দীর্ঘস্থায়ী ব্যাটারি ও মিডিয়াটেকের চিপসেট।

এক্সডিএ ডেভেলপার’স থেকে ফাঁস হওয়া তথ্য মতে, কিছুদিন আগে মটো জি-সেভেন সিরিজ বাজারে এনেছিল মটোরোলা। তার ধারাবাহিকতায় এবার আসছে মটো জি-এইট সিরিজ। এই সিরিজের একটি ফোন মটো জি এইট প্লে। যার স্পেসিফিকেশন ইতোমধ্যেই ফাঁস হয়েছে। আর তাতে জানা যায়, এই সেটটিতে থাকছে মিডিয়াটেক চিপসেট, এইচডি প্লাস ডিসপ্লে ও চার হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।

মটো জি-এইট সিরিজে থাকছে চারটি স্মার্টফোন। এগুলো হলো- মটো জি-এইট, মটো জি-এইট প্লাস, মটো জি-এইট পাওয়ার ও মটো জি এইট প্লে।

মটো জিএইট প্লে সেটটি হবে এইচডি প্লাস ডিসপ্লের। এতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও পি৬০ বা হেলিও পি৭০ চিপসেট। সেসঙ্গে ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ থাকতে পারে। ফোনের পেছনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর এনএফসি সাপোর্ট।

প্রাথমিকভাবে লাতিন আমেরিকা, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে এই ফোন ছাড়ার সম্ভাবনা রয়েছে।

ওডি/এনএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড