• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কর্মীদের গুগল ডক, অ্যামাজন ওয়েব সার্ভিসেস ব্যবহারে নিরুৎসাহিত করছে মাইক্রোসফট

  প্রযুক্তি ডেস্ক

২৪ জুন ২০১৯, ১৮:৩৩
মাইক্রোসফট
ছবি : সংগৃহীত

সম্প্রতি মাইক্রোসফট তাদের কর্মীদের জন্য ম্যাসেজিং অ্যাপ স্ল্যাক ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে। শুধু তাই নয়, প্রতিষ্ঠানটি গুগল ডক ব্যবহারেও কর্মীদের নিরুৎসাহিত করেছে।

এছাড়া বেশ কিছু সফটওয়্যার ও সেবা ব্যবহারের ওপর বিধি নিষেধ আরোপ করেছে। টেক জায়ান্টি এর জন্য এক তালিকা প্রকাশ করে ১ লাখ কর্মীকে কোনটি নিষিদ্ধ বা কোনটির ব্যবহার তারা একেবারেই চায় না, তার নির্দেশনা প্রদান করেছে।

পাশাপাশি মাইক্রোসফট সিকিউরিটি সফটওয়্যার ক্যাসপারেস্কি ও ব্যাকরণ ঠিক করার সফটওয়্যার গ্রামারলি ব্যবহার নিষিদ্ধ করেছে।

ম্যাসেজিং অ্যাপ স্ল্যাক সাধারণত ইমেইলের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। তবে মাইক্রোসফটের মেধা সম্পদ স্ল্যাকের কাছে নিরাপদ নয় বলে তারা দাবি করেছে।

এজন্য এই অ্যাপ থেকে স্ল্যাক থেকে কর্মীদেরকে চ্যাট হিস্ট্রি, ফাইল মাইক্রোসফট টিম ও বিজনেসে সরিয়ে ফেলার নির্দেশনা দিয়েছে।

অন্যদিকে প্রতিষ্ঠানটি কিছু সফটওয়্যার যেমন- গুগল ডক, অ্যামাজন ওয়েব সার্ভিসেস ও গিটহাব ক্লাউড সার্ভিসেস ব্যবহারে নিরুৎসাহিত করেছে। এছাড়া গিটহাব মাইক্রোসফটেরই প্রতিষ্ঠান হওয়া স্বত্বেও কর্মীদের গিটহাবে গুরুত্বপূর্ণ তথ্য রাখতে নিরুৎসাহিত করেছে।

শুধু তাই নয়, গুগল ডক ও অ্যামাজন ওয়েব সার্ভিসেস ব্যবহার করলে জবাবদিহিতার বিধানও রেখেছে প্রতিষ্ঠানটি।

ওডি/টিএফ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড