• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১  |   ৪১ °সে
  • বেটা ভার্সন
sonargao

কথা বলার সুবিধা নিয়ে আসছে দেশি অ্যাপ

  অধিকার ডেস্ক    ২৫ নভেম্বর ২০১৮, ১৫:৪৯

দেশি অ্যাপ
দেশি অ্যাপে থাকবে কথা বলার সুবিধা (ছবি : ইন্টারনেট)

হোয়াটসঅ্যাপ-ভাইবারের মতো কথা বলার সুবিধা রেখে এবার বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য অ্যাপে কথা বলার সেবা চালু করতে যাচ্ছে দেশীয় দুই কোম্পানি।

ইতোমধ্যে বিটিআরসির কাছে লিংক থ্রি টেকনোলজি এবং মেট্রেনেট বাংলাদেশ অ্যাপ তৈরি করে তা চালুর জন্য আবেদন করেছে।

মেট্রোনেট বাংলাদেশের সিইও সৈয়দ আলমাস কবীর এ বিষয়ে বলেন ‘ হোয়াটসঅ্যাপ-ভাইবারের মতো বিদেশি অ্যাপগুলো থেকে দেশ কোনো রেভিনিউ পাচ্ছে না। এমনকি তাদের কোনো জবাবদিহিতার জায়গাও নেই। এই সেবা যদি বাংলাদেশি কোম্পানিগুলো দেয় সেখানে জবাবদিহির সাথে সাথে সরকার রেভিনিউ অর্জন করতে পারবে।’

লিংক থ্রির এফটিটিএক্স মার্কেটিং ম্যানেজার মাশহুরুল আমিন নবীন জানান, ইন্টারনেটভিত্তিক টেলিফোন বা আইপি টেলিফোনি সেবাকেই তারা এবার অ্যাপে দিতে চাইছেন। সাধারণত একজন গ্রাহক এই আইপি ফোন ব্যবহারের মবিলিটি চান। গুগল প্লে থেকে এ সংক্রান্ত অ্যাপ ডাউনলোড করলেও দেখা যায় সেখানে অনেক পোর্টের লিমিটেশন থাকে। আবার জিপিআরএস,থ্রিজি-ফোরজি সংক্রান্ত সমস্যা ও দেখা যায়। কিন্ত এই অ্যাপে ইন্টারনেট,সাধারণ মোবাইল নেটওয়ার্ক বা ল্যান্ডফোন যে কোনো মাধ্যমেই কথা বলা যাবে।’

বিটিআরসির অনুমতি পেলে দু’একদিনেই এটি চালু করা যাবে বলে ও তিনি উল্লেখ করেন।

এ দিকে বাংলাদেশে ৪১ টি প্রতিষ্ঠানের আইপিটিএসপি সেবার জন্য লাইসেন্স রয়েছে বলে জানা গেছে।

বিটিআরসির সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়ে জানান, আইপিটিএসপিরা অনেকদিন হতেই বিষয়টি নিয়ে কথা বলছেন । এই সেবা সংক্রান্ত সংশ্লিষ্ট স্টেক হোল্ডার ও ইকোসিস্টেমের সাপেক্ষে মূল্যায়ন করে এ বিষয়টি বিবেচনা করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড