• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

হোয়াটসঅ্যাপে যোগ হচ্ছে নতুন ফিচার

  প্রযুক্তি ডেস্ক

২৪ অক্টোবর ২০২০, ১২:৪২
হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপে যোগ হচ্ছে নতুন ফিচার (প্রতীকী ছবি)

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ সম্প্রতি নতুন ফিচার নিয়ে আসার কথা জানিয়েছে। নতুন ওই ফিচারের ডেস্কটপ বা ল্যাপটপ থেকেও ভিডিও কল করা যাবে হোয়াটসঅ্যাপে।

এতদিন শুধুমাত্র আইওএস ও অ্যানড্রয়েড মোবাইল থেকেই হোয়াটসঅ্যাপের ভয়েস ও ভিডিও কল করা যেত।

নতুন ফিচার এখনো সকল গ্রাহকদের সামনে আসেনি। যদিও হোয়াটসঅ্যাপ ওয়েব ভার্সন ২.২০৪৩.৭-এ এই ফিচার দেখা গেছে।

সম্প্রতি ডব্লিউএবিটাইনফো ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, নতুন ফিচারে ওয়েব ক্লায়েন্ট ব্যবহার করে যে কোন ব্রাউজার থেকে ভয়েস ও ভিডিও কল করা যাবে। ইনকামিং কলে পপ আপ নোটিফিকেশন ভেসে উঠবে। সেখানেই কল গ্রহণ অথবা কেটে দেওয়ার অপশন থাকবে। আউটগোয়িং কলে ভেসে উঠবে একটি পৃথক স্ক্রিন। সেখানে কল শেষ করা ও মাইক্রোফোন মিউট করার বাটন দেখা যাবে।

আরও পড়ুন : জনপ্রিয়তা বাড়ছে স্ন্যাপচ্যাটের

জানা গেছে, এখন পরীক্ষামূলক ভাবে এই ফিচার নির্বাচিত গ্রাহকের কাছে পৌঁছবে। নতুন ফিচারে প্রিয়জনের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে।

এতদিন শুধুমাত্র অ্যানড্রয়েড ও আইওএস ডিভাইস থেকেই হোয়াটসঅ্যাপ ভয়েস ও ভিডিও কল করা যেত। নতুন ফিচারে কম্পিউটার থেকেও হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করে মেসেজ পাঠানোর সঙ্গে ভয়েস ও ভিডিও কল করা যাবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড