• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

সেপ্টেম্বরে আসছে অ্যানড্রয়েডের নতুন সংস্করণ

  প্রযুক্তি ডেস্ক

২১ জুলাই ২০২০, ১৯:২৩
অ্যানড্রয়েড
সেপ্টেম্বরে আসছে অ্যানড্রয়েডের নতুন সংস্করণ (ছবি : সংগৃহীত)

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির মাঝে আগামী সেপ্টেম্বর প্রকাশে আসতে চলেছে অ্যানড্রয়েডের নতুন সংস্করণ। ইতোমধ্যে গুগলের এই অপারেটিং সিস্টেমটি উন্মোচনের তারিখ ফাঁস হয়ে গেছে। জানা গেছে আগামী ৮ সেপ্টেম্বর উন্মোচন হতে চলেছে অ্যানড্রয়েড ১১।

এ ব্যাপারে এক প্রতিবেদনে অ্যানড্রয়েড পুলিশ জানায়, হেই গুগল শিরোনামে প্রতিষ্ঠানটির ‘স্মার্ট হোম সামিট’ চলার সময় স্লাইড শো চলছিল, হঠাৎ করেই সেখানে একটি স্লাইড চলে আসে। স্লাইডটির টাইটেলে লেখা ছিল ‘চেকলিস্ট ফর সেপ্টেম্বর ৮ অ্যানড্রয়েড ১১ লঞ্চ’।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, তারিখটি বিশেষভাবে উল্লেখ করা ছিল স্লাইডটির উপরের ডান দিকে। আবার গুগলের মিশেল টার্নার নতুন সংস্করণের পাওয়ার মেন্যু সম্পর্কে আলোচনার সময় বলেন, সেপ্টেম্বরের ৮ তারিখে আমরা এটি উন্মোচন করতে যাচ্ছি।

আরও পড়ুন : অপোর নতুন চার্জারে ২০ মিনিটেই ফুল চার্জ হবে মুঠোফোন!

উল্লেখ্য, কিছুদিন আগেই গুগল তাদের অ্যানড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমের দ্বিতীয় বেটা সংস্করণ উন্মোচন করেছে। মূলত এতে থাকা বিভিন্ন ত্রুটি শনাক্ত করে সেগুলো ফিক্স বা ত্রুটি সারাতে কাজ করছে গুগল। এই সংস্করণে নতুন কিছু ফিচার থাকছে। যেমন নোটিফিকেশনকে সম্পূর্ণ নতুনভাবে সাজানো হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড