• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কোরআন প্রতিযোগিতায় পুরস্কার পেলেন মাশরাফি কন্যা হুমায়রা

  অধিকার ডেস্ক

২৯ এপ্রিল ২০১৯, ০৯:০৪
মাশরাফি কন্যা হুমায়রা
পুরস্কার পেলেন মাশরাফি কন্যা হুমায়রা (ছবি : সংগৃহীত)

আহলুল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় পুরস্কার পেলেন মাশরাফি কন্যা হুমায়রা মুর্তজা। তার তিলাওয়াতে মুগ্ধ হয়ে অনুষ্ঠানের সভাপতি পাঁচ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন। কুরআন পাঠ শেষে মাশরাফি-কন্যার ভূয়সী প্রশংসা করেন অনুষ্ঠানের সঞ্চালক।

শনিবার (২৭ এপ্রিল) বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে কোরানিক ভয়েস প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে হুমায়রার তিলাওয়াতে মুগ্ধ হয়ে পুরস্কারের ঘোষণা দেন অনুষ্ঠানের উপস্থাপক।

হুমায়রার কোরআন তিলাওয়াতের ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে প্রকাশ করেন মাশরাফি স্ত্রী সুমনা হক সুমি। এই অনুষ্ঠানে হুমায়রার তিলাওয়াতের ভিডিও ও কয়েকটি ছবি জুড়ে দিয়ে মাশরাফির স্ত্রী ফেসবুকে লেখেন, ‘আলহামদুলিল্লাহ, সবার দোয়ায় এভাবেই বেড়ে উঠুক হুমায়রা।’

২০০৬ সালের ৭ সেপ্টেম্বর নড়াইলের চিত্রাপাড়ের মেয়ে সুমনা হক সুমিকে বিয়ে করেন মাশরাফি। বিয়ের ৫ বছরের মাথায় প্রথমবারের মতো বাবা হন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক। ২০১১ সালের ১৮ মার্চ মাশরাফি ও সুমনা দম্পতির ঘর আলো করে জন্ম নেয় হুমায়রা মুর্তজা।

ওডি/এসএস

প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে ধর্মীয় ব্যখ্যা, সমাজের কোন অমীমাংসিত বিষয়ে ধর্মতত্ত্ব, হাদিস, কোরআনের আয়াতের তাৎপর্য কিংবা অন্য যেকোন ধর্মের কোন গুরুত্বপূর্ণ বিষয়, সর্বপরি মানব জীবনের সকল দিকে ধর্মের গুরুত্ব নিয়ে লিখুন আপনিও- [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড